Advertisement

'পিসি ভাইপোর কোম্পানি অপমান করেছে, ২০২১-এ বদলা নিতে হবে', আক্রমণ শুভেন্দুর

"আগামী বিধানসভা নির্বাচনে তোলাবাজ ভাইপোকে হারাতে হবে।" রবিবার ঝাড়গ্রামে (Jhargram) সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনও তৃণমূলের (TMC) বিরুদ্ধে আক্রমণাত্বক মেজাজে দেখা যায় শুভেন্দুকে। সভা মঞ্চে তিনি বলেন, "নির্বাচনে আমপানের টাকা চোর, আবাস যোজনার টাকা চোর, ১০০ দিনের টাকা চোরদের হাওয়া করে দিতে হবে।" জনতার উদ্দেশ্যে তাঁর আহ্বান, "দক্ষিণ কলকাতার দেড় জনের পিসি ভাইপোর কোম্পানি আমায় দূরে সরিয়ে দিয়েছে, অপমান করেছে। এটা আমার অপমান হয়, গোটা গ্রাম বাংলার অপমান। দুটো জেলা পরিষদ অন্যায় ভাবে নিয়েছে। ২০২১-এ এর বদলা নিতে হবে।"

শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • ঝাড়গ্রাম,
  • 03 Jan 2021,
  • अपडेटेड 2:31 PM IST
  • "আগামী বিধানসভা নির্বাচনে তোলাবাজ ভাইপোকে হারাতে হবে"
  • "১০০ দিনের টাকা চোরদের হাওয়া করে দিতে হবে"
  • ঝাড়গ্রামে বার্তা শুভেন্দু অধিকারীর

"আগামী বিধানসভা নির্বাচনে তোলাবাজ ভাইপোকে হারাতে হবে।" রবিবার ঝাড়গ্রামে (Jhargram) সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনও তৃণমূলের (TMC) বিরুদ্ধে আক্রমণাত্বক মেজাজে দেখা যায় শুভেন্দুকে। সভা মঞ্চে তিনি বলেন, "নির্বাচনে আমপানের টাকা চোর, আবাস যোজনার টাকা চোর, ১০০ দিনের টাকা চোরদের হাওয়া করে দিতে হবে।" জনতার উদ্দেশ্যে তাঁর আহ্বান, "দক্ষিণ কলকাতার দেড় জনের পিসি ভাইপোর কোম্পানি আমায় দূরে সরিয়ে দিয়েছে, অপমান করেছে। এটা আমার অপমান হয়, গোটা গ্রাম বাংলার অপমান। দুটো জেলা পরিষদ অন্যায় ভাবে নিয়েছে। ২০২১-এ এর বদলা নিতে হবে।"

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলানো এবং কর্মসংস্থান নিয়ে এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তাঁর অভিযোগ, "একটার পর একটা প্রকল্পের নাম বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলছে বাংলার আবাস যোজনা। আয়ুষ্মান প্রকল্প চালু করেনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু না করে কৃষকদের বঞ্চনা করেছে। শৌচালয় তৈরির টাকা খেয়েছে।" শুভেন্দুর আরও অভিযোগ, "আইসিডিএসের হেল্পারের চাকরিও নিজেদের আত্মীয় ছাড়া কাউকে দেওয়া হয়নি। তার বাইরে যাঁরা পেয়েছেন তাঁদের ৫ - ৭ লক্ষ টাকা করে দিতে হয়েছে।" 

শুভেন্দুর আশ্বাস, বিজেপি সরকারে এলে প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে চাকরি হবে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মসংস্থান হবে। তাই আগামী নির্বাচনে তৃণমূলকে 'ছক্কা মেরে' বাংলায় পদ্ম ফোটানোর আহ্বান জানান তিনি। এদিন ফের দিল্লি ও কলকাতায় একই দলের সরকার প্রতিষ্ঠার কথা বলেন তিনি। পাশাপাশি জঙ্গলমহলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "গত দু তিন বছর পিসি ভাইপো আসতে দেয়নি। এবার মকরে আসবো। আগামিগিনে যে প্রান্তে ডাকবেন সেখানেই যাবো।"

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement