Advertisement

West Bengal Election2021: 'তৃণমূলের পর্দাফাঁস করব শীঘ্রই', শুভেন্দুর হাতে গোপন হাতিয়ার

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সিবিআই (CBI) নোটিস পাঠানো নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য় বিজেপির অন্য়তম কান্ডারি শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। কী বললেন তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP) আসা এই নেতা ?

শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • হুগলি,
  • 22 Feb 2021,
  • अपडेटेड 7:20 PM IST
  • অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সিবিআই (CBI) নোটিস পাঠানো নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি।
  • যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য় বিজেপির অন্য়তম কান্ডারি শুভেন্দু অধিকারী
  • কী বললেন তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP) আসা এই নেতা ?

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সিবিআই (CBI) নোটিস পাঠানো নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য় বিজেপির অন্য়তম কান্ডারি শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। কী বললেন তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP) আসা এই নেতা ? 

তৃণমূলের কোন গোপন ডায়েরি শুভেন্দু হাতে ?

এদিন ডানলপের সাহাগঞ্জে শুভেন্দু অধিকারী বলেন, ''খুব বড় বড় কথা না। কাচকলা করবে সিবিআই, ইডি। এখন তো আর দুয়ারে সরকার বলছে না। এখন বলছে দুয়ারে সিবিআই। কয়লা চোর, গরু পাচারকারীরা এবার আর রেয়াত পাবে না। আগে থাইল্যান্ডের ব্যাঙ্কে কারা কত টাকা রাখা হচ্ছে, তার রসিদ দেখিয়েছিলাম। এবার লালার ডায়েরিটা নিয়ে মাঠে নামব। তৃণমূল সাবধান।''

স্ত্রীকে সিবিআই নোটিস, কী বলেছিলেন অভিষেক ?

রবিবার ট্যুইটে অভিষেক লেখেন, "আজ দুপুর ২টোয় সিবিআই আমার স্ত্রী-র নামে একটি নোটিশ দিয়েছে। আইনের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে,যদি তারা মনে করে যে এই দিয়ে আমাদের ভয় দেখাবে, তবে তারা ভুল করছে। আমরা মাথা নত করি না।" একইসঙ্গে তৃণমূলের তরফে গোটা বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে। তৃণমূলের অভিযোগ,"বিজেপির সমস্ত জোট সঙ্গী তাদের ছেড়ে চলে গেছে। এখন বিজেপির একমাত্র অনুগত জোট সঙ্গী, সিবিআই ও ইডি। আমরা ভয় পাচ্ছি না। আমরা লড়াই করব। আমাদের বিশ্বাস মানুষ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবেন।"

চোর ধরছে সিবিআই, ভয় পাচ্ছে দিদিভাই

অভিষেকের স্ত্রীকে সিবিআই-এর নোটিস ধরানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দিদিভাইয়ের বাড়িতে এখন আগুন লেগেছে। চোর ধরছে সিবিআই ভয় পাচ্ছে দিদিভাই। দিদিভাই এর ভয় বেড়েই যাচ্ছে, আর সে ভয় পেয়ে যা না তাই বলছেন। অভিষেকের স্ত্রীকে নোটিশ দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, ওনাকে নোটিশ দিয়েছে, যা জিজ্ঞেস করবেন উনি বলবেন। এর আগেও অনেক নেতাকে নোটিশ দিয়েছেন। তারা গেছেন, যা জিজ্ঞেস করেছেন বলেছেন। ওনার যদি কোন গণ্ডগোল না থাকে, সোজাসুজি গিয়ে বলে আসবে।

Advertisement

পাল্টা সিবিআইকে উত্তর রুজিরার

ইতিমধ্যে সিবিআইয়ের নোটিশের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। মঙ্গলবার তদন্তকারীদের তিনি দেখা করার সময় দিয়েছেন। বেলা ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে দেখা করতে বলেছেন তিনি। সেইসঙ্গে তিনি চিঠিতে জানিয়েছেন, তাকে ঠিক কী কারণে ডাকা হয়েছে, সেই বিষয়ে তিনি অবগত নন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিবিআইয়ের একটি দল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে সমন পাঠানো হয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement