রবিবার সাতগাছিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি নাম করে আক্রমণ করেন বিজেপিকে। তিনি এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ''সাহস থাকলে ভাইপো না বলে নাম করে আক্রমণ করুন।'' এমনকী তিনি জানান, ''ডায়মন্ড হারবার থেকে জিতেছি। তাই আগামী নির্বাচন আপনাদের আশীর্বাদ নিয়ে এই লড়াই শুরু করতে চাই। এখান থেকেই শুরু হোক একুশের লড়াই।''
এদিন তিনি কী বলেছেন দেখে নিন একনজরে-
* নির্বাচনে লড়তে জানে তৃণমূল, লড়ে নেব আমরা।
* বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে হবে।
* ২০১৯ সালে বিজেপি নরেন্দ্র মোদীকে সামনে রেখে অনেক বড় বড় কথা বলেছিল। একটাও পূরণ হয়নি এখনও। এখানে মোদী এসে বলেছিল 'ভাইপো' নিয়ে। কিন্তু কেউই নাম নিয়ে বলতে পারে না।
*অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কথা বলার বুকের পাটা প্রধানমন্ত্রীর নেই, কারুর নেই।
আরও পড়ুন, মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম জনসভা শুভেন্দুর, পারদ চড়িয়ে আজই সভা অভিষেকেরও
* মুকুল রায় বলেছিল বিশ্ব বাংলার মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি শুনেই আইনানুগ ব্যবস্থা নিয়েছি। হাইকোর্টে ল্যাজে গোবরে অবস্থা করে পরাজিত হয়েছে।
* বুকের পাটা থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কথা বলুন। বাংলার ছেলে আমি। টানতে টানতে হাইকোর্টে আনতে না পারলে আমিও এক বাপের ব্যাটা নই। এ কথাটা স্মরণ করিয়ে দিলাম।
* লকডাউন-করোনার সময় প্রধানমন্ত্রী, অমিত শাহ দিলীপ ঘোষ কোথাও দেখা যায়নি তাঁদের। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন, আমফানে রাত জেগেছেন।
* আমফানে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা দিয়েই চুপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৭ হাজার টাকা দিয়েছে। কোথা থেকে এল। মনে রাখবেন কালীঘাটের টালির ছাদের ঘরে থাকা হাওয়াই চপ্পল পরা মহিলা দিয়েছে।