Advertisement

"তৃণমূলে কেউ প্যারাসুটে নামেনি-লিফটেও ওঠেনি", শুভেন্দুকে পাল্টা অভিষেকের

সাতগাছিয়ায় নির্বাচনী প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন নাম করে শুভেন্দুকেই কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। জনসভা থেকে ইঙ্গিতপূর্ব মন্তব্য করেন তিনি।

এদিন নাম করে শুভেন্দুকেই কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Nov 2020,
  • अपडेटेड 5:28 PM IST
  • সাতগাছিয়ায় নির্বাচনী প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • এদিন নাম করে শুভেন্দুকেই কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।
  • অভিষেকের মন্তব্য, 'মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কর্মীরা বুঝে নেবে।'

জল্পনা ছিলই তৃণমূল ছাড়বেন, শুক্রবার মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে তাতেই সিলমোহর দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেই রবিবার প্রথম অরাজনৈতিক জনসভা করছেন তিনি। এদিন সাতগাছিয়ায় নির্বাচনী প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন নাম করে শুভেন্দুকেই কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। জনসভা থেকে ইঙ্গিতপূর্ব মন্তব্য করে তিনি বলেন, 'তৃণমূলে কেউ প্যারাসুটে নামেনি, লিফটেও ওঠেনি।'

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী কড়া গলায় বলেছিলেন,  ‘‌আমি প্যারাসুটে নামিনি এবং লিফটেও উঠিনি। ছোটোলোকদের দিয়ে জঘন্য কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। কুকুর কামড়ালে কুকুরকে পাল্টা কামড়াতে নেই। যতক্ষণ না আমার মুখে কিছু শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না।' রবিবার এই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন অভিষেক।  

আরও পড়ুন, 'দিলীপ গুন্ডা, বিজয়বর্গীয় বহিরাগত', জনসভায় অভিষেকের ৮ মন্তব্য একনজরে

মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের 'মা' সম্মোধন করে শুভেন্দুকে ঠেস দিয়ে অভিষেকের মন্তব্য, 'মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কর্মীরা বুঝে নেবে।' বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দুর। সম্প্রতি বিভিন্ন অরাজনৈতিক মঞ্চেও দেখা যাচ্ছিল। রাজ্যের আনাচে-কানাচে চোখে আসছিল শুভেন্দুর সমর্থনে পোস্টার। এমন পরিস্থিতি তৃণমূলের তরফ থেকে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় উদ্যোগী হয়ে শুভেন্দু সঙ্গে বৈঠক করেন। দুটি বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি বলে খবর। এর পরেই মন্ত্রিপদ থেকে ইস্তফা দিয়ে দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আক্রমণাত্মক ছিলেন বিজেপি ইস্যুতে।  বিজেপি শিবিরকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, "আমি কিন্তু সকলের নাম করেই বলছি ভারতীয় জনতা পার্টির কৈলাশ বিজয়বর্গীয় বহিরাগত, দিলীপ ঘোষ মাফিয়া গুন্ডা, অমিত শাহ বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে দেখান।" 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement