Advertisement

আমতায় আক্রান্ত ৬ বিজেপি নেতা কর্মী, কাঠগড়ায় তৃণমূল

গৃহ সম্পর্ক অভিযান চলাকালিন বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) আমতা বিধানসভার ভাটোরা গ্রামে। দুষ্কৃতীদের আক্রমণে আহত মোট ৬ বিজেপি নেতা কর্মী। তাঁদের জয়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। 

আক্রান্ত বিজেপি কর্মী-16:9
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 26 Dec 2020,
  • अपडेटेड 3:38 PM IST
  • আমতায় আক্রান্ত বিজেপি
  • অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • অভিযোগ অস্বীকার তৃণমূলের


গৃহ সম্পর্ক অভিযান চলাকালিন বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) আমতা বিধানসভার ভাটোরা গ্রামে। দুষ্কৃতীদের আক্রমণে আহত মোট ৬ বিজেপি নেতা কর্মী। তাঁদের জয়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। 

জানা গিয়েছে , শুক্রবার উত্তর ভাটোরা গ্রামে দলীয় কর্মসূচি চালাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ, সেই সময়ই তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত ১০ - ১২ জন দুষ্কৃতী। লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয় তাঁদের। আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়ার হয় হাসপাতালে। ঘটনায় জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। 

অন্যদিকে এই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের খাঁ পুকুর এলাকাতে। সেখানেও বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত বিজেপির বুথ সভাপতি ও তাঁর কয়েকজন সহকর্মী। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির লোকজনেরা এলাকার বাসিন্দাদের কটুক্তি করায় মানুষই তাদের জবাব দিয়েছে বলেই পালটা দাবি তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিত দাসের। 

এদিকে বারংবার দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনায় শনিবার তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো সেদিন ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না। এমনকি হাসপাতালে বেডও পাবে না। বাইরে বেড খাটাতে হবে।" দিলীপের আরও কটাক্ষ, "রাজ্যে পিসি ভাইপোর রাজত্ব চলবে না। আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাই। কিন্তু তৃণমূলের দালাল নেতা কর্মীরা তা করতে দিচ্ছে না।" 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement