Advertisement

"চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো", নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

"চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো", নাম না করে এই ভাষাতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবাবার ফের একবার 'তুইতোকারি'তে শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক। এদিন অভিষেক বলেন, "বাড়ি থেকে ৫ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা তোর বাপকে দিয়ে বল।" অভিষেক আরও বলেন, "আমি কাউকে অসম্মান করি না, কিন্তু বেইমানদের তুইতোকারি করি।" 

অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • পূর্ব মেদিনীপুর,
  • 06 Feb 2021,
  • अपडेटेड 3:58 PM IST
  • "ডবল ইঞ্জিন সরকারের একটা সিবিআই, একটা ইডি"
  • "বিজেপির যম মমতা বন্দ্যোপাধ্যায়"
  • তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

"চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো", নাম না করে এই ভাষাতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবাবার ফের একবার 'তুইতোকারি'তে শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক। এদিন অভিষেক বলেন, "বাড়ি থেকে ৫ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা তোর বাপকে দিয়ে বল।" অভিষেক আরও বলেন, "আমি কাউকে অসম্মান করি না, কিন্তু বেইমানদের তুইতোকারি করি।" 

বিজেপিতে আসার পর থেকে বারেবারেই শুভেন্দুর মুখে শোনা গেছে, গ্রাম বনাম শহরের লড়াইয়ের কথা। একইসঙ্গে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতাদেরও নিশান করেছেন তিনি। এদিন তারও পালটা জবাব দেন অভিষেক। বলেন, "গ্রাম থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।" একইসঙ্গে  শুভেন্দুর দক্ষিণ কলকাতার নেতাদের কটাক্ষ প্রসঙ্গে অভিষেকের পালটা প্রশ্ন, "কেন একজন একা ৩৫টা পদ নিয়ে বসে থাকবে? কেন জেলার বাকিদের পদ দেওয়া হয়নি?" 

সাম্প্রতিক কালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডকে 'ভাঁওতাবাজি' বলে আক্রমণ করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির নেতারা। এদিন তারও জবাব দেন অভিষেক। বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতাবাজি হলে দিলীপ ঘোষের পরিবার করেছে কেন।" একইসঙ্গে বিজেপির 'যমের 'দুয়ারে সরকার' মন্তব্যের বিরুদ্ধেও পালটা তোপ দাগেন অভিষেক। বলেন, "ওরা ঠিকই বলেছে, বিজেপির যম মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে কেন্দ্র রাজ্যে এক সরকার চাই। কেন চুরি করতে সুবিধা হবে? ওদের ডবল ইঞ্জিন সরকারের একটা ইডি একটা সিবিআই।" মূলত 'অবজারভার মডেল' তুলে দেওয়ার কারণেই শুভেন্দুর এই পদক্ষেপ বলে দাবি করেন অভিষেক।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement