Advertisement

উপসর্গহীন করোনার সঙ্গে তুলনা, অভিষেকের নিশানায় শুভেন্দুর পরিবার

গঙ্গরামপুরের সভায় এদিন নাম না করে ফের শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। সেইসঙ্গে এদিন অভিষেকের নিশানায় অধিকারী পরিবারও।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Aajtak Bangla
  • গঙ্গরামপুর,
  • 07 Jan 2021,
  • अपडेटेड 4:10 PM IST
  • নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের
  • কেন্দ্রকে তোপ অভিষেকের
  • একাধিক ইস্যুতে আক্রমণ অভিষেকের

গঙ্গরামপুরের সভায় এদিন নাম না করে ফের শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। সেইসঙ্গে এদিন অভিষেকের নিশানায় অধিকারী পরিবারও।

মঞ্চ থেকে অভিষেকের কটাক্ষ

এদিন সভামঞ্চ থেকে অভিষেক বলেন,  "টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখা গিয়েছে। তাহলে আসল তোলাবাজ কে? এখন নিজের পরিবারে পদ্মফুল ফোটাতে পারছ না, আবার বাংলায় পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছো। এরা হল উপসর্গহীন করোনার মতো বেইমান। দলে খেয়ে-পড়ে দলের সঙ্গে গদ্দারি করছে। আমি বলেছিলাম, নিজের পরিবারের কাউকে পদ্মে যোগদান করাতে পারছ না। তারপরেই দেখি একভাইকে নিয়ে এসে যোগ করিয়ে দিল। এতে প্রমাণ হয়, তোমার পরিবারে আরও এমন উপসর্গহীন করোনার মতো বেইমান কেউ থাকতে পারে, তাদের ধরে ধরে তুমিই আইসোলেশনে পাঠাচ্ছ। এতে অবশ্য আমাদেরই সুবিধা হল। তৃণমূল কর্মীরাই এখন চিনতে পারছেন সবাইকে।"

আরও পড়ুন, অমিত শাহ বহিরাগত, দিলীপ ঘোষ গুণ্ডা', সভায় অভিষেক

বিজেপিকে নিশানা অভিষেকের

 সেইসঙ্গে তিনি বলেন, আমাকে বলা হচ্ছে তোলাবাজ।  ওরা বলছে, তোলাবাজ ভাইপো হটাও। আমি তোলাবাজি  করেছি, এমন অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে বলব আমার জন্য ফাঁসিকাঠ তৈরি রেখো, আমি মৃত্যুবরণ করব। আমার পিছনে ইডি-সিবিআই দিতে হবে না।  যারা বাংলা পড়তে-লিখতে পারে না। মঞ্চে কি লেখা আছে, সেটাও বলতে পারে না। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেয় না, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা দিল্লি থেকে নেতা নিয়ে আসে বাংলা দখল করার জন্য তাদের মানুষ জবাব দেবে। আমি নাম করেই বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। ওনার ছেলে আকাশ বিজয়বর্গীয় গুণ্ডা, দিলীপ ঘোষ গুণ্ডা, অমিত শাহ বহিরাগত, দিল্লি নেতারা বহিরাগত।

কেন্দ্রীয় সরকারকে তোপ

Advertisement

কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন অভিষেক বলেন, ক্ষমতা থাকলে মোদী বনাম দিদি রিপোর্ট কার্ড পেশ করুন। উন্নয়নে আপনাদের ১০ গোল দেওয়া হবে। বাংলা রক্ত দিতে প্রস্তুত,কিন্তু বাংলা দিল্লির কাছে মাথা নত করবে না। ভারতের ভূখণ্ড দখল করার যাদের সাহস হবে, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে। কিন্তু পুলওয়ামায় ৪০ জন সেনার প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কেন্দ্র কি করছে। চিন আমাদের ভূখণ্ড দখল করেছে, এখন মোদী  সরকারের কাছে কোনও জবাব নেই। এখন চুন চুন কে জবাব দেওয়া হবে, সেই কথা এখন কোথায়। আমরা চাই পাকিস্তানের লাল চোখ গুড়িয়ে ফেলা হোক। তার সঙ্গে চায়নাকে জবাব দেওয়া হোক। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement