Advertisement

'তৃণমূলে সবাই চোর হলে তোর বাবা কী?', নাম না করে শুভেন্দুকে পরিবার তুলে আক্রমণ কল্যাণের

দলবদলের পর গেরুয়া শিবিরের হয়ে লাগাতার সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রতিটি সভাতেই শুভেন্দুর মূল নিশানায় পিসি-ভোইপো। এদিনও ঝাড়গ্রামের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে ফের শুভেন্দু আরেকবার অভিযোগ করেন, দক্ষিণ কলকাতায় পিসি-ভাইপোর কোম্পানি চলছে। সুচারু ভাবে জেলার প্রতি দক্ষিণ কলকাতার অবহেলার প্রসঙ্গকে উস্কে দেন। আর এই আবহেই রবিবাসরীয় দ্বিপ্রহরে একদা সহকর্মী শুভেন্দুকে নাম না করে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের সাংসগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর পরিবারের তৃণমূল যোগ নিয়ে খোঁচা কল্যাণেরশুভেন্দুর পরিবারের তৃণমূল যোগ নিয়ে খোঁচা কল্যাণের
অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 03 Jan 2021,
  • अपडेटेड 7:56 PM IST
  • পুরনো দলের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু
  • এই আবহেই তাঁকে বেনজির আক্রমণ কল্যাণের
  • শুভেন্দুর পরিবারের তৃণমূল যোগ নিয়ে খোঁচা

দলবদলের পর গেরুয়া শিবিরের হয়ে লাগাতার সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রতিটি সভাতেই শুভেন্দুর মূল নিশানায় পিসি-ভোইপো। এদিনও ঝাড়গ্রামের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে ফের শুভেন্দু আরেকবার অভিযোগ করেন, দক্ষিণ কলকাতায় পিসি-ভাইপোর কোম্পানি চলছে। সুচারু ভাবে জেলার প্রতি দক্ষিণ কলকাতার অবহেলার প্রসঙ্গকে উস্কে দেন। আর এই আবহেই রবিবাসরীয় দ্বিপ্রহরে একদা সহকর্মী শুভেন্দুকে নাম না করে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের সাংসগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

'আমি ওঁকে বলি সাদা হাতি,' নাম না-করে ধনখড়কে 'কুকথা' কল্যাণের

দল ছাড়ার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন শুভেন্দু। আমফান পরবর্তী সময়ে চাল, ত্রিপল চুরির অভিযোগও করেছেন পুরনো দলের বিরুদ্ধে। পঞ্চায়েতের টাকার তৃণমূলের নেতারা গাড়ি, বাড়ি করেছেন এমন কথাও শোনা গেছে শুভেন্দুর গলায়। এবার তারই জবাব দিলেন কল্যাণ। শনিবার শুভেন্দুর ছোট ভাই বিজেপিতে যোগ দিলেও এখনও তাঁর বাবা শিশির অধিকারী ও আরেক ভাই দিব্যেন্দু অধিকারী রয়েছেন তৃণমূলেই। দুজনেই বর্তমানে তৃণমূলের টিকিটে সাংসদ। সেই প্রসঙ্গে তুলেই কল্যাণ বলেন, 'তৃণমূলের সবাই যদি চোর হয় তবে তোর বাবাও তো এখনো তৃণমূলে রয়েছে, কী বলবি বল?' কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ শানালেও কায়দা করেই এড়িয়ে গিয়েছেন শুভেন্দুর নাম। 

‘রাজ্য সরকার ভোট করতে ভয় পায়', অভিযোগ তুলে BJP-র সঙ্গে 'ডিল' ফাঁস শুভেন্দুর

রবিবার বাঁকুড়ার  পাত্রসায়রে কেন্দ্রের কৃষি আইন বিরোধী সমাবেশে বক্তব্য রাখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল সাংসদকে আরও বলতে শোনা যায়, ২০১৪ সালে সাংসদ হওয়ার পর কী দরকার ছিল ২০১৬ সালে মন্ত্রীত্ব পাওয়ার?  তিনটে দফতরের মন্ত্রী ও বেশ কিছু কর্পোরশনের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেও ওনার 'চাওয়ার শেষ নেই' এমন কটাক্ষও করতে শোনা যায় তৃণমূল সাংসদকে ।

আরও পড়ুন

শুভেন্দু তৃণমূল ছাড়ার আগে থেকেই অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়েছে। বেসুরা শুভেন্দুকে তৃণমূলে থাকা কালীনই বারবার আক্রমণ শানাতে দেখা গেছে কল্যাণকে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে 'আদর্শহীন, বিশ্বাসঘাতক' এমন বলতেও শোনা গেছে কল্যাণকে। এদিনও শুভেন্দুর প্রতি সেই ধারাই বজায় রাখলেন কল্যাণ। মঞ্চে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও আক্রমণ শানাতে ভোলেননি তৃণমূল সাংসদ। দিলীপ মুখ্যমন্ত্রী হবে এমন আশা করলেও তা গুড়ে বালি। কারণ বিজেপির মুখ্যমন্ত্রীর লাইলে ছ'জন  এবং উপমুখ্যমন্ত্রীর লাইনে ১৬ জন দাঁড়িয়ে রয়েছে বলেও কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement