Advertisement

"আমি বেসুরো নই, আমার নেত্রী মমতা", বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

মান অভিমান থাকলেও দল ছাড়বেন না বলে সাফ জানালেন হাওড়ার (Howrah) তৃণমূল (TMC) সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসূন বলেন, "মান অভিমান আমার মনের ভিতরেও আছে। সেটা দিদির সঙ্গে কথা বলে ঠিক করব। কিন্তু দল ছেড়ে চলে যেতে পারব না। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী দেখে তারপরই আমি আমার মান অভিমানের কথা বলব।"

প্রসূন বন্দ্যোপাধ্যায়
সুমন আদক
  • হাওড়া,
  • 16 Jan 2021,
  • अपडेटेड 7:27 PM IST
  • "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি"
  • "আমার দল তৃণমূল কংগ্রেস"
  • সাফ কথা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

মান অভিমান থাকলেও দল ছাড়বেন না বলে সাফ জানালেন হাওড়ার (Howrah) তৃণমূল (TMC) সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসূন বলেন, "মান অভিমান আমার মনের ভিতরেও আছে। সেটা দিদির সঙ্গে কথা বলে ঠিক করব। কিন্তু দল ছেড়ে চলে যেতে পারব না। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী দেখে তারপরই আমি আমার মান অভিমানের কথা বলব।" তিনি আরও বলেন,"আমি বেসুরো নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। আমার নেত্রী মমতা। আমার দল তৃণমূল কংগ্রেস। দল আমায় হাওড়ায় তিনবার সাংসদ হিসেবে হ্যাট্রিক করিয়েছে। এটা আমার কাছে ভীষণ গর্বের। তবে, দলের চেয়ারম্যান, সভাপতি বা কো-অর্ডিনেটররা যখন কোনও সিদ্ধান্ত নেন, সেগুলো যদি আমাকে এসএমএস করেও জানিয়ে দেন সেটা ভালো হয়। আমি তো সারাদিন হাওড়াতেই থাকি। আমি হাওড়ারই ভোটার। দলের কে সভাপতি হলেন সেটা যখন জানতে পারি না তখন সেটা আমার কাছে খুব দুঃখজনক।" একইসঙ্গে এদিন রাজীব, লক্ষ্মীরতন ও বৈশালীর উদ্দেশ্যেও একতার বার্তা দেন প্রসূন। তিনি বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা এবং বৈশালী ডালমিয়ার প্রতি আমার আবেদন, রাগ কষ্ট অভিমান ভুলে দলের হয়ে একসঙ্গে লড়াই করুন।" 

এদিকে এদিনই ফেসবুকে লাইভে ফের বেসুরো রাজীব বন্দ্য়োপাধ্যায়। ফেসবুক লাইভে তিনি বলেন, "আমি যখন মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তখন কতিপয় নেতা এটাকে নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন। এতে দুঃখ লাগে। আমি মানুষের কাছে দায়বদ্ধ।" তাঁর প্রশ্ন, "আমি কিছু বললে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ভালো কাজ করতে চাইলে সেটায় যখন বাধা দেওয়া হচ্ছে, তাই নিয়ে তো কিছু বলা হচ্ছে না?" তিনি সাফ বলেন, "মানুষের কাজ করার জন্য যেটা আমার কাছে কমফর্টেবল মনে হয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েছি। যা বলেছি দলের মঙ্গলের জন্য বলেছি।" 

Advertisement

অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন, 'তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলা নেতাদের তালিকায় নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।' সেক্ষেত্রে এখন দেখার প্রসূনের আহ্বানে হাওড়া তৃণমূলে ফের একতার ছবি ফুটে ওঠে নাকি, সৌমিত্রর দাবি অনুযায়ী বিজেপির পথে পা বাড়ান ঘাসফুলের নেতারা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement