প্রধানমন্ত্রী বহিরাগতদের প্রতিনিধি। আর তিনি ওই রূপে এই বাংলায় আসছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
তৃণমূল সাংসদ এদিন দমদমে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একই ভাবে কটাক্ষ করেন। তাঁর দাবি, খেলা হবে বাঙালি এবং বহিরাগতদের মধ্যে এবং তা বাংলার মাটিতে। আর এখানে জয় হবে বাঙালির। দাবি করেন তিনি।
এর আগে তৃণমূল কংগ্রেস বার বার বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে শুরু করে দলের যুবনেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়- সবাই এই বিষয়ে আক্রমণ করেছেন। অভিষেক তো বেশ কয়েকজনের নাম নিয়ে আক্রমণ করেছেন।
এদিন দমদমে একটি বিয়ে বাড়ির উদ্বোধন হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাকে গুজরাট চালাবে না বাংলা চালাবে, সেটাই বড় প্রশ্ন।
তিনি বলেন, আমি আবার বলব তাঁরা বহিরাগত। তাঁরা পরিযায়ী নেতা। তাঁদের আমি রাজনৈতিক পর্যটক বলব। তাঁরা একদিনের জন্য বাংলায় আসছেন। বাংলার মানুষ তাঁদের ভোট দেবেন, যাঁরা তাঁদের সঙ্গে সবসময় রয়েছেন, যাঁরা সারা বছর রয়েছেন।
সৌগত বলেন, এই লড়াই বাংলা এবং বহিরাগতদের মধ্য়ে। আমরা বাঙালির প্রতিনিধি। মোদী আর অমিত শাহ বহিরাগতদের প্রতিনিধি। এখন প্রশ্ন হল বাংলা কে চালাবে, বাংলা না গুজরাট? এইটাই মানুষের কাছে আমরা জানতে চাই।
তৃণমূল সাংসদ, দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রথে ব্যাপারেও প্রতিক্রিয়ায দিয়েছেন তিনি। তাঁর মতে, অভিষেক কোনও রথযাত্রার আয়োজন করেননি। তিনি অন্য একটি বিষয় শুরু করেছেন। তা হল দিদির দূত।
তিনি আরও বলেন, ওর সঙ্গে রথযাত্রা মিলিয়ে ফেলা ঠিক হবে না। রথযাত্রা ধর্ম রয়েছে। তাঁদের রথ চলছে যেমন জগন্নাথের রথ চলে। আমরা তা করিনি। অভিষেক যা করেছেন, তা হল দিদির বার্তা। বিজেপি যেভাবে রাজনীতিতে ধর্মের রং নিয়ে আসছে, তাতে আমরা আপত্তি জানাই।