Advertisement

ভোট দিতে দেয় না দল! বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপিতে এক হাজার তৃণমূলকর্মী

তৃণমূল ধস অব্যাহত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই যেন ভাঙন আরও প্রকট হয়ে উঠছে। এবার বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এক হাজার জনয সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতে এদিন এই দলবদলের ঘটনা ঘটে। জানা যাতে এলাকার ৫০০ জন সংখ্যালঘুও গেরুয়া পতাকা হাতে তুলে নেন।

বিজেপিতে যোগ দিলেন এক হাজার তৃণমূলকর্মী
অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 08 Jan 2021,
  • अपडेटेड 3:53 PM IST
  • দলের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ
  • বিজেপিতে যোগ দিলেন এক হাজার তৃণমূলকর্মী
  • ভাইপো ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে নিয়েও তোপ

তৃণমূল ধস অব্যাহত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই যেন ভাঙন আরও প্রকট হয়ে উঠছে। এবার বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এক হাজার জনয সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতে এদিন এই দলবদলের ঘটনা ঘটে। জানা যাতে এলাকার ৫০০ জন সংখ্যালঘুও গেরুয়া পতাকা হাতে তুলে নেন। 

বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্র, শুক্রবারই রাজ্যে আসছে ভ্যাকসিন

সোনামুখীর বিজেপি নেতা ব্রজ অধিকারীর নেতৃত্বে শুক্রবার এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের পিয়ারবেড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সোনামুখী ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এদিন শিবির বদল করেছেন বলে দাবি করা হচ্ছে। বিজেপিতে যোগ দেওয়া নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির  সভাপতি সুজিত অগাস্থি। দলে গণতন্ত্র নেই, তৃণমূল নির্বাচন করতে দিচ্ছে না এমন অভিযোগই দলবদলের কারণ বলে দাবি করছেন সদ্য বিজেপিতে আসা কর্মীরা। পঞ্চায়েত ভোটে তৃণমূল যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তারপর থেকেই দলবদলের কথা তারা ভাবছিলেন বলে দাবি করেন গেরুয়া শিবিরে নাম লেখান কর্মীরা। পাশাপাশি ভাইপো ঘনিষ্ঠ বিনয় মিশ্র এলাকায় তাঁদের ভয় দেখিয়ে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, এব জোর খাটিয়ে তৃণমূল বিনা প্রতিদ্বন্দিতায় জয়লভা করেছে এমন অভিযোগও তোলা হয়। তৃণমূল আমলে উন্নয়ন থমকে গিয়েছে এমন দাবিও করেন সদ্য দলছাড়ারা। এক হাজার তৃণমূল কর্মীর যোগদানে  সোনামুখী বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরো বেশী মজবুত হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুজিত অগাস্থি। 

ঘাসফুলে বিদ্রোহের ছাইচাপা আগুন, মেদিনীপুরের পর হাওড়ায় শাহ'র সভায় থাকবে চমক?

তবে দলের  কেউ বিজেপিতে যোগদান করেনি এমনটাই দাবি করছে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্ব । সোনামুখীর তৃণমূল নেতা প্রকাশ সাহা বলেন , বিজেপি  এক হাজার কর্মীর যোগদানের গল্প বলছে । আর যে সমস্ত নাম ওরা বলছে ওই নামে সোনামুখী ব্লকে কোনও তৃণমূল সদস্য আমাদের জানা নেই । এছাড়াও তিনি বলেন সংখ্যালঘুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে।

Advertisement

গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভাল ফল করেছে বিজেপি। এবারও বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের আদিবাসী এলাকা যে তাদের নজরে রয়েছে তা বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য সফরে এসে গত নভেম্বরে বাঁকুড়া সফরে যান অমিত শাহ। এদিকে গত ডিসেম্বরে  শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে সোনামুখীতে শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোষ্টার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এদিকে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। এখনও খবরও শোনা যাচ্ছে সুজাতাকে আসন্ন বিধানসভা ভোটে সোনামুখী থেকে প্রার্থী করতে পারে তৃণমূল।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement