বিজেপির দুই বিধায়ক দিনহাটার নিশীথ প্রামানিক এবং রানাঘাটের জগন্নাথ সরকার শুক্রবার বিধানসভায় শপথ নেওয়ায় জল্পনা শুরু হয়েছিল। তখন থেকেই বিধায়ক পদ ছেড়ে দেবেন বলে ও সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনাই সত্যি হল। বিধায়ক পদ ছাড়লেন দুই সাংসদ। দলকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
দলীয় পরামর্শ মেনে সংসদেই স্বাচ্ছন্দ
বিজেপি সূত্রে জানা গিয়েছে তাদের দুজনকে যেকোনো একটি পথ বেছে নিতে বলা হয়েছিল। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারিনি বাসা সম্ভাবনার ধারেকাছেও যেতে পারেনি। ফলে বিধায়ক পদ ধরে রাখার কোন যুক্তি নেই বলে মনে করছেন দুই সাংসদ। বরং সংসদে নিজেদের গুরুত্ব বজায় রাখতে তারা অগ্রাধিকার দিয়েছেন।
নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল
ফলে এই দুটি আসনেই নতুন করে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল। অন্যদিকে নিশীথ ও জগন্নাথ বিধায়ক পদ ছেড়ে দিলে দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন হবে। পাশাপাশি খড়দহ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের কাজল সিংহের মৃত্যু হয়েছে। সেখানেও উপনির্বাচন হবে। নন্দীগ্রামে হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে। সেই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অমিত মিত্রকেও নির্বাচনে লড়তে হবে। এখন দেখার কে কোন আসন থেকে দাঁড়ান?
আসন দুটি বিজেপির হাতছাড়া হওয়ার আশঙ্কা
যেহেতু বিজেপির কোনও ভাবেই আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তাই বিজেপির ওই জেতা দুটি আসন হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করছে বিজেপিরই একটা অংশ। বিশেষ করে নিশীথ প্রামাণিক দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মাত্র ৫৭ ভোটে। তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ পরাজিত হলেও প্রভাব কম তা মেনে নেওয়া কঠিন।
দিনহাটায় ভোট পরবর্তী সন্ত্রাস
এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। দলীয় কর্মীদের দেখে ফেরার পথে আক্রান্ত হতে হয় উদয়ন গুহকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জগন্নাথ বাবুর ক্ষেত্রেও শান্তিপুর বিধানসভায় পরিষ্কার ব্যবধানে জয় হলেও ফের নির্বাচন হলে তা ধরে রাখা যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিধানসভায় বিজেপির সাংসদ কাহিনী
একুশের বিধানসভা নির্বাচনে লোকসভার চার সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহকে দমবন্ধকর লড়াইয়ে হারিয়ে দিনহাটা থেকে জয়ী হয়েছেন নিশীথ। আবার শান্তিপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জয়ী হয়েছেন। এদিকে বিধায়ক হিসাবে শপথ নেননি নিশীথ–জগন্নাথ। এই বিষয়ে রাজ্য বিজেপির এক প্রথমসারির নেতা বলেন, ‘এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। দুই সাংসদকে তা জানিয়েও দেওয়া হয়েছে।’