Advertisement

Bengal Election 2021 : বাংলায় করোনার গণটিকাকরণের আর্জি, PM মোদীকে চিঠি মমতার

বুধবার তিনি ওই চিঠি দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, স্বাস্থ্য কর্মী, সরকারি কর্মী, পুলিশকে করোনার টিকা দেওয়া হয়েছে। ভোট আসছে। মানুষ ভোট দিতে যাবেন। তাই তাঁদেরও টিকা দেওয়ার দরকার রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2021,
  • अपडेटेड 5:25 PM IST
  • করোনার টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভোট আসছে। মানুষ ভোট দিতে যাবেন। তাই তাঁদেরও টিকা দেওয়ার দরকার রয়েছে
  • প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, এই কাজ যাতে সুষ্ঠু ভাবে মেটানো যায়, আপনি ব্যবস্থা নিন

করোনার টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার তিনি ওই চিঠি দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, স্বাস্থ্য কর্মী, সরকারি কর্মী, পুলিশকে করোনার টিকা দেওয়া হয়েছে। ভোট আসছে। মানুষ ভোট দিতে যাবেন। তাই তাঁদেরও টিকা দেওয়ার দরকার রয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, এই কাজ যাতে সুষ্ঠু ভাবে মেটানো যায়, আপনি ব্যবস্থা নিন। স্বাস্থ্য়কর্মী, পুলিশের জন্য করোনা টিকা দেওয়ার কাজ সারা দেশেই শুরু হয়ে গিয়েছে। এ রাজ্যেও হয়েছে। তখন মমতার অভিযোগ ছিল, কম টিকা পাঠানো হয়েছে।

ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, আপনার কাছে জনস্বাস্থ্য়ে বিষয়ে জানাতে চাই। রাজ্য়ে করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সব স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরসভার কর্মী, রাজস্বকর্মী এবং অন্য করোনাযোদ্ধাদের টিকা দেওয়ার কাজ চলছে। অত্যন্ত দ্রুত সেই কাজ করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছন, রাজ্যে ভোট আসছে। আমাদের সব সরকারি কর্মীদের টিকার ব্যবস্থা করতে হবে। যাতে ভোটের কাজ নির্বিঘ্নে মেটানো যায়। তবে চিন্তার কথা হল, মানুষ ভোট দিতে যাবেন। তাঁরা কোনও টিকা না নিয়েই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে।

তাঁর মতে, আমার মনে হয়, তাঁদেরও টিকা নেওয়ার দরকার আছে। এটাও সমান ভাবে গুরুত্বপূর্ণ। তাঁদের স্বাস্থ্য এবং ভোটের দায়িত্বে থাকা মানুষদের জন্য এটা দরকারি।

তিনি বলেছেন, এই অবস্থায় রাজ্য সরকার চায় পর্যাপ্ত পরিমাণ করোনার টিকার ব্যবস্থা করতে। যাতে সব মানুষকে টিকা দেওয়া যায়। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যাতে এ ব্য়াপারে উদ্যোগ নেন, সেই অনুরোধ করেছেন তিনি। মমতা লিখেছেন, আপনার কাছে আর্জি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরুন। যাতে রাজ্য জরুরি ভিত্তিতে সেই টিকা কিনে নিতে পারে। রাজ্য যাতে পর্যাপ্ত টিকার ব্যবস্থা করতে পারে। রাজ্যের মানুষকে বিনা খরচে টিকা দিতে চায় সরকার।

Advertisement

এর আগেও মমতা জানিয়েছিলেন, রাজ্য সরকার মানুষকে নিখরচায় টিকা দিতে চায়। তাঁর অভিযোগ ছিল, পর্যাপ্ত টিকা পাঠানো হয়নি। দরকার পড়লে সরকার টিকা কিনে নেবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement