Advertisement

West Bengal Election 2021: প্রার্থীকে গুলি, মালদায় জাতীয় সড়ক অবরোধ BJP-র

ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার আজ শেষ। আগামী ২২ তারিখ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ৪ জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2021,
  • अपडेटेड 6:39 PM IST
  • ২২ তারিখ ষষ্ঠ দফার নির্বাচন
  • আজই ষষ্ঠদফার প্রচার শেষ
  • নির্বাচনের সমস্ত খবর এক ক্লিকে
  • খিদিরপুরে বিজেপি প্রার্থীর রুদ্রনীল ঘোষের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে l অভিযোগ, আজ দুপুরে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে জনসংযোগে বেরোলে তাঁর মিছিলের ওপর ইট বৃষ্টি শুরু করে তৃণমূল l বিজেপির দাবি তৃণমূলের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন তাদের বেশ কয়েকজন সমর্থ। আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন মহিলাও l

  • সোমবার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের জিতপুর থেকে কুসুমকানালি মোর পর্যন্ত  তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন সিনেমা জগতের খ্যাতনামা অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ শতাব্দী রায়৷ হুডখোলা গাড়িতে করে প্রার্থী বিধান উপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি৷ এদিনের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরও অনেকে৷ দলীয় কর্মীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রার্থীকে নিয়ে প্রচার সারার পর সংবাদ মাধ্যমকে শতাব্দী রায় বলেন, বারাবনি থেকে তৃতীয়বারের জন্যে বিধায়ক হচ্ছেন বিধান উপাধ্যায়৷ সাধারণ মানুষের উচ্ছ্বাসই তা বলে দিচ্ছে৷ একইসঙ্গে শীতলকুচির ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে কেন্দ্রীর সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি৷

  • বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে লাগানো পতাকা পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদেরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কাটাগড়িয়া গ্রামের বাগান পাড়া অঞ্চলে। স্থানীয়  বিজেপি কর্মীদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁদের এলাকায় লাগানো বিভিন্ন ব্যানার পোস্টার নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কয়েকদিন ধরেই। তাঁদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এদিন সকালে তাঁরা দেখেন গ্রামের মাঝে বিজেপির লাগানো ফ্লেক্স কেউ বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করেছে। এরপরেই বিষয়টি থানায় জানান তাঁরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়েছে এলাকায়।

  • 'যাঁরা দু পয়সার সাংবাদিক তাঁরাই কয়লা মাফিয়াদের সঙ্গে থাকেন। সাংবাদিকদের সংসার কিভাবে চলে আমার জানা আছে।' মন্তব্য জিতেন্দ্র তিওয়ারির।

    Advertisement
  • বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুরের কামার পাড়ার। মৃত কর্মীর নাম অখিল প্রামানিক ।

  • করোনায় আক্রান্ত হওয়ার পর যে দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী মারা গিয়েছেন সেখানে আগামী ১৩ মে ভোট হবে বলে জানাল নির্বাচন। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী এবং সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছে। আগামী ২৬ তারিখ ওই দুই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। 

  • মালদায় দলীয় প্রার্থীকে গুলি করার ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড় এলাকায় অবরোধ বিজেপি কর্মীদের। যানজটে নাকাল সাধারণ মানুষ। 

ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার আজ শেষ। আগামী ২২ তারিখ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ৪ জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে ৩০৬ জন প্রার্থীর। 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement