মাঝে আর মাত্র আর কয়েকটা দিন। তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই প্রথম দফার সমস্ত মনোনয়ন পর্বও সমাপ্ত হয়ে গিয়েছে। প্রার্থীদের মনোনয়ন পেশের পর তাঁদের বিভিন্ন তথ্য সংবাদমাধ্যের সামনে এনেছে অ্যাসোসিয়েশান ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর (ADR) এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ। সেই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, তাঁদের সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য। প্রথম দফায় ভোটগ্রহণ হবে মোট ৩০টি আসনে। তাতে লড়াই করছেন মোট ১৯১ জন প্রার্থী।
এডিআরের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুয়ায়ী, প্রথম দফায় ৯৬ জন অর্থাৎ মোট প্রার্থীর ৫০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। ৯২ জন অর্থাৎ ৪৮ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার চেয়ে বেশি। আর ৩ জন প্রার্থী এমন রয়েছেন যাঁদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে।
প্রার্থীদের সম্পত্তির তথ্যও প্রকাশ করেছে এডিআর। সেখানে দেখা যাচ্ছে প্রথম দফায় মোট ১৯ জন এমন প্রার্থী রয়েছেন যাঁরা কোটিপতি। তাঁদের মধ্যে তৃণমূলের ৯ জন, বিজেপির ৪ জন, সিপিআই(এম)-এর ২ জন, জাতীয় কংগ্রেসের ২ জন এবং বিএসপি ও এসইউসিআই(সি)-র ১ জন করে প্রার্থী রয়েছেন। আবার এমন ৩ জন প্রার্থী রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমান ৫০০ থেকে ২ হাজার টাকার কিছু বেশি। তাঁদের মধ্যে ২ জন এসইউসিআই(সি) ও ১ জন সিপিআই প্রার্থী। পাশাপাশি ৪ জন প্রার্থী এমন রয়েছেন যাঁদের কোনও সম্পত্তিই নেই। এই ৪ জন প্রার্থীই পুরুলিয়া জেলার। তাঁদের মধ্যে ২ জন এসইউসিআই(সি)-র এবং বাকি ২ জন বিএসপির হয়ে লড়াই করছেন।
এবার প্রার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দিকে নজর রাখা যাক। এডিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৮ জন অর্থাৎ ২৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে স্বঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ৪২ জন অর্থাৎ ২২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে স্বঘোষিত গুরুতর ফৌজদারি মামলা।