"মমতা বন্দ্যোপাধ্যায় কোচ, উনি খেলা ভাল জানেন, পাস ভাল জানেন, উনি যে টিম সাজিয়েছিলেন, সেই টিমের ১১ জনের মধ্যে আমিও একজন ছিলাম।" দলের ফলাফল দেখে মন্তব্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিলীপ ঘোষের 'বারমুডা' মন্তব্যের ফের একবার কড়া সমালোচনা করেন অনুব্রত। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেন, "বাংলার সংস্কৃতি জানে না, বাংলার মহিলাদের অপমান করবে, সেটা মানা সম্ভব নয়। বাংলার মহিলারা মেনে নেননি।"
ভোটে নোটিশ ও তাঁকে নজরবন্দি করা নিয়ে নির্বাচন কমিশনকেও একহাত নেন অনুব্রত। তিনি বলেন, "২টো নোটিশ দিয়েছিল। চারিদিকে পুলিশ দিয়েছিল। কিন্তু আমার নাম কেষ্ট মণ্ডল। আমাকে আটকানো মুশকিল। আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি।" একইসঙ্গে এদিন ফের একবার অনুব্রতর মুখে শোনা যায় 'খেলা হবে'। তিনি বলেন, "আবার খেলা হবে। খেলা আবার চালু হবে। ফাইন খেলা হবে।" প্রসঙ্গত এবারের নির্বাচনের আগে প্রথম 'খেলা হবে' শব্দবন্ধ শোনা গিয়েছিল অনুব্রতর মুখেই। তারপর ধীরে ধীরে তা তৃণমূলের প্রচারের অঙ্গ হয়ে ওঠে। এমনকী খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় খেলা হবে স্লোগান।
এদিন গণনা শুরু হতেই দ্রুত এগোতে থাকে তৃণমূল। প্রথম দিকে অবশ্য বিজেপিও দ্রুত এগোতে থাকে। তবে বেলা যত বাড়ে ততই ব্যবধান বৃদ্ধি করতে থাকে তৃণমূল। একটা সময় ২০০-র বেশি আসনে এগিয়ে যায় ঘাসফুল শিবির। অন্যদিকে ১০০ নিচে নেমে আসে বিজেপি। গণনা চলাকালীন দল ভালভাবেই জিতবে বলে দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।