বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লড়বেন নন্দীগ্রাম থেকে। তিনি আগে লড়তেন কলকাতার ভবানীপুর থেকে। ওই আসনে এবার দাঁড়াবেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ করেন। তিনি জানান, ভবানীপুরে লড়বেন শোভনদেব। তিনি দাঁড়াতেন রাসবিহারী থেকে। তিনি বলেন, তাঁর বাড়ি ওখানে, আমি দাঁড়ালাম কি না দাঁড়ালাম, তা বড় কথা নয়। ভবানীপুর হাতের মতোই থাকবে। শোভনদেবের জায়গায় রাসবিহারীতে দেবাশিস কুমার লড়বেন।
ভানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তবে লোকসভা ভোটের নিরিখে সেখানে তৃণমূলের ফল ভাল হয়নি। শোভেনদেব সেই ছবি কতটা বদলাতে পারেন, তা দেখার। তৃণমূলের প্রথম সরকারের সময় তিনি ছিলেন মুখ্য সচেতক। তিনি কবিতা লেখেন। আবার বক্সিংও করেন। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি তাঁকে অনেকের থেকে এগিয়ে রেখেছে।
তৃণমূলের প্রার্থীদের তলিকায় মহিলা ৫০, এসসি ৭৯, এসটি ১৭ জন রয়েছেন। বিদেশ বসু উলুবেড়িয়া থেকে, সায়ন্তিকা ঘোষ বাঁকুড়ায় থেকে। রাজ চক্রবর্তী ব্যারাকপুরে, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা লড়বেন।
৮০- ওপরে কেউ প্রার্থী হচ্ছেন না। বিধান পরিষদ তৈরির কথা জানান তিনি। সেখানে পূর্ণেন্দু বসু, অমিত মিত্রকে আনা হবে। সিঙ্গুরে বেচারাম মান্না, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীর ডেবরা থেকে লড়বেন।