Advertisement

'রাজনৈতিকভাবে কবর দিন বিজেপিকে', নন্দীগ্রামে প্রচার মমতার

দ্বিতীয় দফার শেষ প্রচারে ঝড় তুলতে আগ্রহী সব পক্ষই। শুভেন্দুর হয়ে আজ নন্দীগ্রামে আসবেন অমিত শাহ স্বয়ং। অন্যদিকে, রাস্তায় নেমে হুইল চেয়ারে রোড শো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা লড়াইয়ে নন্দীগ্রামের দিকেই চোখ রয়েছে সকলের।

আজও নন্দীগ্রামে রোড শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • মেদিনীপুর ,
  • 30 Mar 2021,
  • अपडेटेड 4:32 PM IST
  • নন্দীগ্রামে মমতার রোড শো, নিজের কেন্দ্রে শেষ প্রচারে তৃণমূল সুপ্রিমো
  • হুইল চেয়ারে বসেই প্রচার করছেন মমতা
  • বাংলার এবারের ভোট পর্বে সবচেয়ে হাইপ্রফাইল লড়াই হতে চলেছে আগামী বৃহস্পতিবার

পয়লা এপ্রিল নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এবং বামেদের প্রার্থী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার শেষ প্রচারে ঝড় তুলতে আগ্রহী সব পক্ষই। শুভেন্দুর হয়ে আজ নন্দীগ্রামে আসবেন অমিত শাহ স্বয়ং। অন্যদিকে, রাস্তায় নেমে হুইল চেয়ারে রোড শো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একুশের বিধানসভা লড়াইয়ে নন্দীগ্রামের দিকেই চোখ রয়েছে সকলের। ইতিমধ্যেই ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো শুরু করেছেন মমতা। ৩ কিলোমিটার হুইলচেয়ার করেই ঘুরবেন তৃণমূল নেত্রী। আজ নন্দীগ্রামেই ৪টি কর্মসূচি করবেন তিনি। দুপুর ১টায় সোনাচূড়া, ২টোয় বাঁশুলি চক লক গেট এবং ৩টের সময় তেঙ্গুয়া মোড় ক্রসিংয়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো এমনটাই খবর। 

হাইলাইটস- 

* আমি নন্দীগ্রামে ইচ্ছে করেই দাঁড়িয়েছি। জমি আন্দোলনের সময় যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন তাঁকে স্যালুট জানাতেই দাঁড়িয়েছি। আমি যেকোনও জায়গা থেকে দাঁড়িয়ে জিততে পারতাম।কিন্তু নন্দীগ্রামে মন থেকে দাঁড়িয়েছি।

* অনেকে মেশিন নষ্ট করবে। এই এলাকায় উত্তরপ্রদেশ, বিহার থেকে গুন্ডা নিয়ে আসা হচ্ছে, আমার কাছে খবর আছে। মা-বোনেরা সব সময় অ্যালার্ট থাকবেন। বাংলা থেকে ওঁদের দূর করে দিন।

* আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সব গুন্ডাদের কেন অ্যালাউ করছে? এক একজন ৩০-৪০টি গাড়ি নিয়ে ঢুকছে।

* আমি যখন নন্দীগ্রামে ঢুকেছি আর বেরোচ্ছি না। নন্দীগ্রাম আমার মাটি। আমি থাকব। মন শক্তি রেখে ভোট দিন। যারা গুন্ডামি করছে তাঁদের রাজনৈতিকভাবে বিজেপিকে কবর দিন।

* বিজেপির চিহ্ন ঘরে রাখলে পাপ হবে। টাকা দিলে খেয়ে নেবেন। শাড়ি দিলে পর্দা বানিয়ে রাখবেন। হাজার হাজার টাকা খেয়েছে গদ্দার, মিরজাফর। ওসব আপনাদেরই টাকা। দিলে নিয়ে নেবেন। টাকা দিলে খরচ করুন। আর বিজেপিকে খরচের খাতায় ফেলে দিন। সারা দেশ থেকে টাকা আসছে। নির্বাচন কমিশনকে কতবার বলেছি।

Advertisement

* নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম বানাব। একটা ব্রিজ বানাবো নন্দীগ্রাম থেকে হলদিয়া যাওয়ার। অনেক চাকরি হবে। পটাপট যাতায়াত করতে পারবেন।

*পুলিশ অত্যাচার করছে আমি জানি। পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। বিজেপির রাজ্য থেকে পুলিশ এসেছে। কেন চিন্তা করছেন? ভোটের পর আপনারাই তো থাকবেন। মাথা ঠান্ডা করে ভোট করুন।

দ্বিতীয় দফার শেষ প্রচারে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি-কে নন্দীগ্রাম থেকে বাংলা পর্যন্ত একেবারে বোল্ড আউট করে দিন। যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন।"

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement