West Bengal Assembly Election Result 2021: টালিগঞ্জে হারলেন বাবুল-দেবদূত, জয়ী অরূপ বিশ্বাস
প্রায় দেড় মাসের প্রচার, সম্মেলন এবং বিভিন্ন মনমোহিনী-জনমোহিনী কথার শেষে, ভোটবাক্সে (West Bengal Assembly Election Result 2021) তার কী প্রভাব প্রভাব পড়ল তা জানা যাবে আজ। রাজ্যের শাসক দল (TMC) এবং কেন্দ্রের শাসক দলের (BJP) হয়ে টলি এবং বাংলা টেলি জগতের বহু তারকা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)। পায়েল সরকার থেকে কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সায়নী ঘোষ টিনসেল টাউনের নায়িকাদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল দুই ক্ষমতাসীন দলই। ভোটে জমতার মন তাঁরা কতটা কাড়তে পারলেন তা জানতে আর কিছু ক্ষণের অপেক্ষা।
কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রথামিক গণনার পর এগিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।
প্রথম কয়েক রাউন্ডের গণনায় পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
প্রাথমিক গণনায় পিছিয়ে রয়েছেন ব্যারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী।
তৃণমূলের দুই তারকা প্রার্থী টালিগঞ্জের দুই নায়িকা কৌশানী মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক গণনার পর পিছিয়ে রয়েছেন।
প্রাথমিক কয়েক রাউন্ড গণনার পর টালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রায় দেড় মাসের প্রচার, সম্মেলন এবং বিভিন্ন মনমোহিনী-জনমোহিনী কথার শেষে, ভোটবাক্সে (West Bengal Assembly Election Result 2021) তার কী প্রভাব প্রভাব পড়ল তা জানা যাবে আজ। রাজ্যের শাসক দল (TMC) এবং কেন্দ্রের শাসক দলের (BJP) হয়ে টলি এবং বাংলা টেলি জগতের বহু তারকা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)। পায়েল সরকার থেকে কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সায়নী ঘোষ টিনসেল টাউনের নায়িকাদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল দুই ক্ষমতাসীন দলই। ভোটে জমতার মন তাঁরা কতটা কাড়তে পারলেন তা জানতে আর কিছু ক্ষণের অপেক্ষা।