বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না শিবসেনা। সম্প্রতি জানা যাচ্ছিল, বাংলা বিধানসভা নির্বাচনে অন্তত ১০০টি আসনে প্রার্থী দিতে পারে উদ্ধব ঠাকরের দল। কিন্তু এদিন ট্যুইট বার্তায় সঞ্জয় রাউত সাফ জানিয়ে দিলেন, বাংলায় আসন্ন নির্বাচনের জন্য উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের নির্বাচন দিদির বিরুদ্ধে বাকি সবার। আমরা দিদির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মমতার বিরুদ্ধে রয়েছে তিন M। মানি, মাসল এবং মিডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আসল বাঘিনী।
মমতাকে সমর্থন শিবসেনার
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে সমর্থনের কথা জানিয়েছেন আরজেডির তেজস্বী যাদব ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন উদ্ধব ঠাকরে। ইতিমধ্যে তেজস্বী জানিয়েছেন, শুরু থেকে আমাদের সঙ্গে মমতার ভালো সম্পর্ক। লালু জির সঙ্গে বরাবর ভালো সম্পর্ক। বাংলায় হিন্দি ভাষাভাষির অনেকে আছেন। বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ডের অনেকে এখানে আছে। এটা ভোটের সময়। অনেকের প্রশ্ন আমাদের অবস্থান কী?
আরও পড়ুন, মমতার পাশে তেজস্বী! বললেন, 'পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন'
প্রার্থী দেবে না শিবসেনা
তিনি জানান, লালু জির নির্দেশ, পুরো সমর্থন করতে হবে মমতা দিদিকে। আমাদের যা শক্তি রয়েছে বাংলায়, আমাদের যেখানে শক্তি রয়েছে সাহায্য করব। সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসতে চাইছে। বিজেপি আটকাতে হবে। ওদের স্বপ্নপূরণ হতে দেব না। মূল্যবোধ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। ভাষা, সভ্যতা বাঁচাতে হবে।
মমতার প্রশংসা তেজস্বীর
কলকাতায় এসে মমতার ভূয়সী প্রশংসা করেন তিনি। করোনার সময় বাংলার মুখ্যমন্ত্রী কী ভাবে পরিস্থিতি সামলেছিলেন, সে কথা জানান। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, সংবিধান বিপদে। দেশকে ভেঙে ফেলার শক্তির বিরুদ্ধে লড়তে হবে। মমতা করোনার সময় যেভাবে কাজ করেছেন, তার যতই প্রশংসা করা হোক কম হবে।