Advertisement

মুখ্যমন্ত্রীর মুখ কে? বিজেপিতে ভাসছে একাধিক নাম

বঙ্গে আজ চলছে শেষ অর্থাৎ অষ্টম দফার নির্বাচন। ফল প্রকাশ ২রা মে। কড়া টক্কর চলেছে  বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। কিন্তু বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কারোর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু জল্পনার কেন্দ্রে ঘুরছে বেশ কয়েকটি নাম। একনজরে দেখুন কারা কারা এই জল্পনা মধ্যে রয়েছেন।

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 4:23 PM IST
  • কে হতে পারেন মুখ্যমন্ত্রীর মুখ
  • বিজেপিতে ভাসছে একাধিক নাম
  • জানুন বিস্তারিত তথ্য

বঙ্গে আজ চলছে শেষ অর্থাৎ অষ্টম দফার নির্বাচন। ফল প্রকাশ ২রা মে। কড়া টক্কর চলেছে  বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। কিন্তু বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কারোর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু জল্পনার কেন্দ্রে ঘুরছে বেশ কয়েকটি নাম। একনজরে দেখুন কারা কারা এই জল্পনা মধ্যে রয়েছেন।

জল্পনায় কারা রয়েছেন

শুভেন্দু অধিকারী- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত বছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তখন থেকেই শুভেন্দুকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বর্তমানে গেরুয়া শিবিরে বেশ সক্রিয় শুভেন্দু। গোটা রাজ্য জুড়ে একাধিক সভা মিছিল করেছেন তিনি। ফলে এহেন শুভেন্দুকে ঘিরে মুখ্যমন্ত্রীর পদ ঘিরে জোর জল্পনা। যদিও এখনও পদ্ম শিবিরে পক্ষ থেকে কিছুই তেমন বলা হয়নি।

দিলীপ ঘোষ- বিজেপি রাজ্য সভাপতি এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন না কিংবা বিজেপির পক্ষ থেকে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে, এমনটাও কখনও বলা হয়নি। কিন্তু এখনও পর্যন্ত একটি বিধানসভা ও একটি লোকসভা নির্বাচনে লড়েছেন দিলীপ। দুটিতেই জিতেছেন তিনি। ফলে রাজ্য রাজনীতিতে তাঁর সাফল্য অনেকটাই। বিজেপি কর্মীমহলে জনপ্রিয়তাও রয়েছে তাকে ঘিরে। ফলে দিলীপকে ঘিরেও তুঙ্গে রয়েছে জল্পনা।

স্বপন দাশগুপ্ত- তারকেশ্বরের বিজেপি প্রার্থী তথা একদা বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামও জল্পনার মধ্যে রয়েছে। বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন তারকেশ্বর থেকে। তাকে ঘিরেও প্রবল জল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ নিয়েও। তবে নিজেও তিনি একথা বলেননি কিংবা পদ্ম শিবিরের পক্ষ থেকেও একথা বলা হয়নি।

বিজেপি কোনও নাম ঘোষণা করেনি

এর বাইরেও আরও বেশ কিছু নাম একাধিকবার জল্পনার মধ্যে এসেছিল। যা ঘিরে নেট নাগরিকদের মধ্যেও প্রবল চর্চা চলেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী চৌধুরী। এদের মধ্যে সৌরভ বিজেপিতে যোগ দেননি। ফলে তাকে ঘিরে আর জল্পনারই অবকাশ নেই। মিঠুন বিজেপিতে যোগ দিলেও নির্বাচনে লড়েননি। ফলে মুখ্যমন্ত্রীর মুখ তিনি কিনা তা ঘিরে উঠছে প্রশ্ন। দেবশ্রী চৌধুরী বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বিধানসভা নির্বাচনে লড়েননি। তাকে ঘিরে জল্পনা থাকলেও, আদৌ তিনি এই দৌঁড়ে রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই বলেছেন, বাংলায় বিজেপি জিতলে ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। তবে এখনও কারোর নাম ঘোষণা করেনি পদ্ম শিবির।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement