বাংলায় আজ শেষ হল অষ্টম অর্থাৎ শেষ দফার নির্বাচন। শীতলকুচির ঘটনা ছাড়া আর বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে শেষ হয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের পর্ব। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনী। ২রা মে ফলপ্রকাশ। মোট ২৯২টি আসনে ফল প্রকাশিত হবে। বাংলা বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসন রয়েছে। করোনার জন্য দুটি আসনে রাজনৈতিক দলের দুই প্রার্থীর মৃত্যু হয়। ফলে ভোট স্থগিত হয়ে যায়। এপ্রিল মাস থেকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত হাতে বাড়তে থাকে। যা ঘিরে দেখা যায় উদ্বেগ। ফলে করোনার দ্বিতীয় ওয়েভের এই নির্বাচন যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবার
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর মুখ কে? বিজেপিতে ভাসছে একাধিক নাম
কোন দফায় কত শতাংশ ভোট পড়েছে
বড় ঘটনা
এবারের নির্বাচন পর্বে দুটি বড় ঘটনা হয়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন ১০ মার্চ চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে হুইলচেয়ারে করেই সভা করেছেন তিনি। অন্যদিকে, শীতলকুচির ঘটনাও গোটা দেশের নজর কেড়েছে। নির্বাচনে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের মৃত্যু হয়। ওই যুবকরা বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলে পাল্টা অভিযোগ তোলে বাহিনী। সেই শীতলকুচিতেই এক বিজেপিকে সমর্থককেও গুলি করার খুন করার অভিযোগ ভোটার লাইনে দাঁড়ানোর সময়ে।
এক নজরে এবারের বাংলা বিধানসভা নির্বাচন
বাংলায় বিধানসভা নির্বাচনে এবার ২৯২টি আসনে ফল প্রকাশ হবে ২রা মে। ২টি আসনে করোনার জেরে প্রার্থী মৃত্যুর পরে ওই আসনে পরে নির্বাচন হবে। এবারের নির্বাচনে রাজ্যে ২৯৩টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাগমুণ্ডি আসনটি তারা ছেড়েছে জোটসঙ্গীদের উদ্দেশ্যে। অন্যদিকে, ২৯১টি আসনের প্রার্থী দিয়েছে তৃণমূল। পাহাড়ের তিনটি আসন ছেড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু সেখানে মোর্চা শিবির কার্যত দুই ভাগ। বিমল গুরুং ও বিনয় তামাং শিবির দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, পাহাড়ে জিএনএলএফ সমর্থন দিয়েছে বিজেপিকে। এবারের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। বামদল গুলি, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর আইএসএফ মিলে নতুন জোট তৈরি করেছে। প্রত্যেক দলই প্রার্থী দিয়েছে। কিন্তু মুর্শিদাবাদে বেশ কিছু আসনে জোট হয়নি। সেখানে শরিক দলগুলি একের অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে আব্বাস সিদ্দিকী আদৌ কেমন সাফল্য পায়, সেই দিকেও রয়েছে নজর।