ব্যাপক সংঘর্ষ বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি রাসবিহারী বসু ভবন থেকে ও কার্যালয়ের বাইরে থেকে চলে ব্যাপক ইট পাথর বৃষ্টি। হয় লাঠালাঠি। আহত দু পক্ষের বেশ কয়েক জন। যতদূর জানা যায় জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে অভিযোগ।