একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। আর এই দুই হেভিওয়েটের বিরুদ্ধে রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে তারুণ্যেই ভরসা রাখল বামফ্রন্ট। নন্দীগ্রাম কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হলেন ডিওয়াএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কুলটির চলবলপুর গ্রামের মেয়ে মীনাক্ষীই এখন হাইভোল্টেজ “নন্দীগ্রামের” সিপিআইএমের লড়াইয়ে অন্যতম মুখ ও তারুণ্যের প্রতীক।