রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের ছবির পোস্টারে ছয়লাপ দুর্গাপুরের বিধাননগর এলাকা। যে পোস্টারে লেখা রয়েছে, 'সুনীলদা আমরা শুভেন্দুদার সাথে তোমাকেও চাই।' মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ২৭নম্বর ওয়ার্ডের অধীন বিধাননগরের ইস্পাত কলোনী, সহ বেশ কিছু এলাকাতে এই পোস্টারগুলি পড়েছে। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি ঘিরে জোর রাজনৈতিক জল্পনা শুরু।