জোকার চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। \'রামের দেশে থেকে হারামির মতো কাজ করা যাবে না\' ,এই ভাষায় এবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি।