দিল্লিতে সেরা সাংসদের পুরস্কার পাচ্ছে সুকান্ত। পাশে দাঁড়য়ে অধীর। বাংলায় শুভেন্দুর প্রশংসা করছেন নওশাদ সিদ্দিকী। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলেমিশে একাকার!
সুকান্ত মজুমদারের মতোই অধীর চৌধুরীও সাংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। তাই তিনি অন্যাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা হিসেবে অধীরের তুলনায় শুভেন্দু বেছে নেন নওশাদ সিদ্দিকী। তবে বিরোধী দলনেতাকে দায়িত্বও মনে করিয়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক।