বিগত প্রায় এক বছর ধরে চলছে হামাস-ইজ়রাইলের যুদ্ধ। আর এই যুদ্ধে ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছেন কয়েক হাজার প্যালেস্টাইনি। একইসঙ্গে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইজ়রায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। অন্যদিকে গাজ়া কিংবা রাফা-সহ গোটা প্যালেস্টাইন জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা।
আর এই সার্বিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইজ়রাইল-প্যালেস্টাইন সংক্রান্ত একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক পাখি মুখে পাথর নিয়ে উড়ে যেতে যেতে কোনও একটি স্থানে তা ফেলে দিচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্যালেস্টাইনদের রক্ষা করতে ওই পাখিগুলি ইজ়রাইলের উপরে পাথর নিক্ষেপ করছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আবাবিল পাখিরা পাথর নিক্ষেপ করতাছে ইজরাইলে।” একই সঙ্গে তিনি ভিডিওর ফ্রেমের উপরে লিখেছেন, “ইজরাইলে পাথর ফেলতেছে আবাবিল পাখি।” (সব বানান অপরিবর্তিত।)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ইজ়রাইল কিংবা প্যালেস্টাইনের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ সিনেমার একটি দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা ২০১৮ সালের ৮ অক্টোবর একটি ফেসবুক প্রোফাইলে এই একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ খুঁজে পাই। সেখানে ভিডিওটি শেয়ার করে উল্লেখ করা হয়েছে, “এটি একটি সিনেমার দৃশ্য। যেখানে সুন্দরভাবে দেখানো হয়েছে যখন আবরাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার লক্ষ্যে অগ্রসর হতে থাকে তখন আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে কীভাবে কাবাকে রক্ষা করেন।”
এরপর উক্ত সূত্রের উপরে ভিত্তি করে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। তখন আমরা চলচ্চিত্রের রেটিং প্রদানকারী সংস্থা আইএমডিবি-র অফিশিয়াল ওয়েবসাইটে ইসলাম ধর্মের নবী হজরত মহম্মদের জীবনীর উপরে তৈরি ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ নামক সিনেমার সারসংক্ষেপে এই সংক্রান্ত তথ্য খুঁজে পাই। যে সিনেমাটা সেখানে উল্লেখ করা হয়েছে, “হাবাশার বাদশাহআবরাহার নির্দেশে তাঁর সেনাপতিদের একজন হাজার হাজার সৈন্য, ঘোড়া এবং হাতির একটি সুসজ্জিত বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার লক্ষ্যে মক্কা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করেন। সেনাবাহিনী যখন মক্কার কাছাকাছি এসে উপস্থিত হয় তখন ঈশ্বরের নির্দেশে যুদ্ধের হাতিরা আগ্রসর হতে অস্বীকার করে। ঠিক সেই মুহূর্তে লক্ষ লক্ষ ছোট পাখি আবরাহার সেনাবাহিনীর উপর পাথরের শিলাবৃষ্টির মাধ্যে তাঁদেরকে ধ্বংস ও পরাজিত করে।”
এরপর আমরা উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পুনরায় সার্চ করলে ২০২২ সালের ১১ জুন একটি ইউটিউব চ্যানেলে ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ নামক সিনেমাটি খুঁজে পাই। ২ ঘণ্টা ৫৮ মিনিট ৫১ সেকেণ্ডের সেই সিনেমার ৩০ মিনিট ৫৫ সেকেণ্ডে ভাইরাল ভিডিওর হুবহু দৃশ্যটি আমরা দেখতে পাই।
এর থেকে প্রমাণ হয় যে প্যালেস্টাইনদের রক্ষা করার লক্ষ্যে ইজ়রাইলের উপরে পাখিদের পাথর নিক্ষেপ দাবিতে ভাইরাল ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ নামক সিনেমার দৃশ্য।
প্যালেস্টাইনদের রক্ষা করতে এই পাখিগুলি ইজ়রাইলের উপরে পাথর নিক্ষেপ করছে।
ভাইরাল ভিডিওটির সঙ্গে ইজ়রাইল কিংবা প্যালেস্টাইনের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মহম্মদ: দ্য মেসেঞ্জার অব গড’ সিনেমার একটি দৃশ্য।