২০২৫ সালের অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে সফর করবে না ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে আর কোনও সংশয় আর নেই। অন্যদিকে পাকিস্তান এখনও পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি নয়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে।
এই আবহে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে অবদান থাকা অন্যতম খেলোয়াড় ট্রাভিস হেডকে উদ্ধৃত করে একটি তথাকথিত মন্তব্য বেশ ভাইরাল হচ্ছে। এই ফেসবুক পোস্ট অনুযায়ী, ট্রাভিস হেড নাকি বলেছেন যে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে আইসিসি-র উচিত ভারতকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া।
ট্রাভিস হেড ও পাকিস্তানের বোলার শাহীন আফ্রিদির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অজি ব্যাটারকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "- ট্রাভেস হেড.... চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদী পাকিস্তান সফরে না আসতে চাই,,তাহলে আই,সি,সির উচিত ভারতকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া!" (ক্যাপশনের সকল বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই উক্তিটি মনগড়া। বাস্তবে হেডের এমন মন্তব্যের কোনও প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র নেই।
কীভাবে জানা গেল সত্যি
ট্রাভিস হেড যদি এমন কোনও মন্তব্য করে থাকতেন তবে সেই বিষয়ে নিশ্চিতভাবে ভারতীয় বা কমপক্ষে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে খবর ছাপা হতো। কিন্তু এমন একটি নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। যা থেকে কার্যত পরিষ্কার হয়ে যায় যে ট্রাভিস হেড এমন কোনও মন্তব্যই করেননি।
এরপর আমরা খুঁজে দেখার চেষ্টা করি যে তথাকথিত মন্তব্যের উৎস কোথায়। তখন দেখা যায়, বিগত কয়েকদিন যাবত একাধিক পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একটি গ্রাফিক কার্ড বানিয়ে হেডকে উদ্ধৃত করে এই ধরনের প্রচার সামাজিক যোগযোগ মাধ্যমে করছেন। যদিও এ হেন বিস্ফোরক মন্তব্যের কোনও নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণ কোনও পোস্টেই দেওয়া হয়নি।
এই বিষয়ে কিওয়ার্ড সার্চের দরুন আরও একটি খবর আমাদের নজরে আসে। সেখান থেকে জানা যায় যে সম্প্রতি পাকিস্তান যখন অজি-ভূমে সফর করেছিল, তখন পাকিস্তানের সঙ্গে হওয়া অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন ট্রাভিস হেড। ব্যক্তিগত এবং পারিবারিক কিছু কারণে তিনি এই সিরিজ খেলেননি বলে জানানো হয় সংবাদ মাধ্যম সূত্রে।
অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে ট্রাভিস হেডকে উদ্ধৃত করে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার যে তথাকথিত মন্তব্যটি ভাইরাল হচ্ছে, তা ভুয়ো এবং ভিত্তিহীন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড বলেছেন যে ভারত যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না যায় তবে টুর্নামেন্ট থেকে ভারতকে বাদ দেওয়া উচিত।
উক্তিটি পুরোপুরি মনগড়া। ট্রাভিস হেড এমন কোনও মন্তব্য করার সপক্ষে কোনও প্রমাণ নেই।