Advertisement

ফ্যাক্ট চেক: শচীন পাইলটকে ঘিরে জনজোয়ারের এই ভিডিওটি হরিয়ানা নির্বাচনী প্রচারের অংশ নয়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি হরিয়ানার নয়, এবং সাম্প্রতিক সময়েরও নয়। এই ভিডিওটি রাজস্থানের আলোয়ার জেলার এবং এই ঘটনাটি ২০২১ সালের। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 04 Oct 2024,
  • अपडेटेड 1:20 PM IST

আগামিকাল, অর্থাৎ ৫ অক্টোবর হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। কংগ্রেস ও বিজেপির মধ্যে এই দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি কোন দল হাসে সে দিকেই নজর রাজনৈতিক মহলের। এই আবহে রাজস্থানের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী শচীন পাইলটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। 

এই ভিডিওতে শচীন পাইলটের গাড়ি ঘিরে ধরে মানুষের জনজোয়ারের একটি ভিডিও দেখা যাচ্ছে। মানুষের অভ্যর্থনায় সাড়া দিতে শচীনকেও দেখা যাচ্ছে তিনি গাড়ির বনেটে উঠে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে লেখা হচ্ছে যে হরিয়ানায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করার সময় মানুষ এভাবেই তাঁকে ভালোবাসা জানিয়েছে। 

উদাহরণস্বরূপ, ভিডিওটি শেয়ার করে একাধিক ব্যক্তি ফেসবুকে ক্যাপশনে লিখেছেন,  "হরিয়ানার ভোট প্রচারে যুবকদের জনপ্রিয় নেতা কংগ্রেসের সাধারণ সম্পাদক শচীন পাইলট কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোডশোতে জনজোয়ারে পরিণত হয়েছে।" 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি হরিয়ানার নয়, এবং সাম্প্রতিক সময়েরও নয়। এই ভিডিওটি রাজস্থানের আলোয়ার জেলার এবং এই ঘটনাটি ২০২১ সালের। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, এখানে শচীন পাইলট করোনার সময় ব্যবহার হওয়া মাস্ক মুখে পরে আছেন। যা থেকে অনুমান করা যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নাও হতে পারে। কারণ বর্তমানে মাস্কের ব্যবহার নেই বললেই চলে। এই বিষয়টি থেকে সন্দেহ হওয়ায় আমরা ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করি। 

স্ক্রিনশট রিভার্স সার্চ করতেই ওই একই ভিডিও পাওয়া যায় পলিটক্স নামের একটি ভ্যারিফায়েড ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি সেখানে আপলোড করা হয়েছিল ২০২১ সালের ২৮ ডিসেম্বর। সেই সঙ্গে ভিডিওতে শচীন পাইলট এবং আলোয়ারের মতো হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল। 

Advertisement

এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই ভিডিওটি হরিয়ানার নির্বাচনী প্রচার পর্বের হওয়া সম্ভব নয়। কারণ ভিডিওটি প্রায় ৩ বছর আগেকার। যদিও শচীন পাইলট যে চলতি হরিয়ানা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন তা সত্যি। 

উপরিউক্ত বিষয়গুলি থেকে সূত্র ধরে এই ভিডিওটি খোঁজার পর আসল ভিডিওটি খোদ শচীন পাইলটের এক্স হ্যান্ডেলেই (সাবেক টুইটার) পাওয়া যায়। শচীন পাইলট এই ভিডিওটি ২০২১ সালের ২৮ ডিসেম্বর পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, "গতকালকের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।" অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভিডিওটি আসলে ২০২১ সালের ২৭ ডিসেম্বরের। 

এরপর কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা খুঁজে বের করি যে ২০২১ সালের ২৭ ডিসেম্বর শচীন পাইলটের কী কী কর্মসূচি ছিল। সার্চের মাধ্যমে ২৭ ডিসেম্বর ২০২১ সালে প্রকাশিত দ্য প্রিন্টের একটি রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্টে বলা হয়, শচীন পাইলট ২৭ ডিসেম্বর রাজস্থানের আলোয়ার জেলায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি শহীদ সেনা সদস্য হংসরাজ গুর্জরের একটি মূর্তি উদ্বোধন করেন।  

এই বিষয়ে ওই বছর ২৭ ডিসেম্বর প্রকাশিত ইটিভি ভারত এবং জি নিউজের রিপোর্ট এখানে দেখতে পাওয়া যাবে। শচীন পাইলট নিজের এক্স হ্যান্ডেলেও ২৭ ডিসেম্বর আলোয়ারের একাধিক কর্মসূচির ভিডিও এবং ছবি পোস্ট করেছিলেন এবং শহীদ হংসরাজ গুর্জরের মূর্তি উদ্বোধন করার কথাও লিখেছিলেন। 

এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে ২৭ ডিসেম্বর ২০২১ সালের একটি ভিডিওকে হরিয়ানা বিধানসভা ভোটের প্রচারপর্বে শচীন পাইলটের ভিডিও দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 
 

ফ্যাক্ট চেক

দাবি

হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে কংগ্রেস নেতা শচীন পাইলটকে ঘিরে মানুষের উন্মাদনার ছবি। 

ফলাফল

এই ভিডিওটি ২০২১ সালের ২৭ ডিসেম্বরের। রাজস্থানের আলোয়ার জেলার। হরিয়ানা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement