Advertisement

ফ্যাক্ট চেক: ইনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ নন, এডিটেড ভিডিয়ো-সহ ভুল দাবি ভাইরাল

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে দাবিটি সম্পূর্ণ ভুল এবং ভিডিয়োটি এডিটেড।

ভাইরাল ভিডিয়োতে এই ব্যক্তিকেই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে দেখানো হয়েছে
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 22 Oct 2022,
  • अपडेटेड 7:49 PM IST

পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কে? গুগল করলেই এই উত্তর আমাদের সামনে চলে আসবে। তাঁর ছবি, ভিডিয়োও আমরা দেখতে পাব। তেমনই একটি ভিডিয়ো শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, সেটি নাকি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের ভিডিয়ো এবং সেই ব্যক্তি পাকিস্তানের বাসিন্দা।

একই দাবি-সহ ভিডিয়োটি শেয়ার করেছেন বহু ফেসবুক ব্যবহারকারী। 

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে দাবিটি সম্পূর্ণ ভুল এবং ভিডিয়োটি এডিটেড।

আফয়া অনুসন্ধান

তদন্তের শুরুতেই আমরা প্রথমে গুগল অ্যাডভান্স সার্চের সাহায্য নিই। সেই পদ্ধতিতে আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের সাইট থেকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সংক্রান্ত তথ্য বের করি। সেই তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন সুলতান কোসেন। তুরস্কের বাসিন্দা সুলতান হলেন পেশায় কৃষক। প্রথমে তাঁর উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি। দু'বছর পর সেই উচ্চতা বেড়ে হয়, ৮ ফুট ২.৮ ইঞ্চি।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হলেন, রবার্ট ওয়াডলো। 

ফেসবুক ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিয়োটি ভাল করে দেখলেই বোঝা যাবে যে সেটি এডিট করা হয়েছে। ভিডিয়োটির ১২ সেকেন্ডের মাথায় এডিটিং ফিল্টার সরতেই, ওই ব্যক্তির আসল উচ্চতা সামনে চলে আসে।

সুতরাং এর থেকেই স্পষ্ট যে ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি নন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন সুলতান কোসেন। যিনি তুরস্কের বাসিন্দা, পাকিস্তানের নন। এছাড়া ভিডিয়োটি এডিটেড।

Advertisement

ফ্যাক্ট চেক

দাবি

এটি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের ভিডিয়ো এবং সে পাকিস্তানের বাসিন্দা।

ফলাফল

গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন সুলতান কোসেন। যিনি তুরস্কের বাসিন্দা, পাকিস্তানের নন। ভাইরাল ভিডিয়োটি এডিটেড।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement