Advertisement

ফ্যাক্ট চেক: লোক না হওয়ার জন্য নয়, খারাপ আবহাওয়ার কারণে হিমাচলের সভায় যাননি প্রধানমন্ত্রী মোদী

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে, ওই নির্দিষ্ট ভিডিয়োটি দিয়ে যে দাবি করেছেন নেটিজেনরা, তা অনেকাংশেই ভুল।

লোক না হওয়ায় হিমাচল প্রদেশের সভায় যাননি মোদী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2022,
  • अपडेटेड 7:30 PM IST

২০২২-এর শেষে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট। সেই ভোটকে মাথায় রেখে এখন থেকেই প্রচারে জোর দিয়েছে ওই রাজ্যের শাসকদল বিজেপি। গত ২৪ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের মান্ডিতে 'যুব বিজয় সংকল্প ব়্যালি'র আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু দেখা যায় সশরীরে সভাস্থলে না পৌঁছে ভিডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোর চর্চা। সভাস্থলের একটি নির্দিষ্ট ভিডিয়ো শেয়ার করে একদল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন যে, সভায় লোক না হওয়ায় সেখানে যাননি প্রধানমন্ত্রী। 

ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে একজন লিখেছেন, "খালি চেয়ার বলে দিচ্ছে ট্রাবল ইঞ্জিন সরকার যাচ্ছে এবং কংগ্রেস ক্ষমতায় আসছে।" এবং ভিডিয়োর উপরে লেখা রয়েছে,"খালি মাঠ, ভাঙা চেয়ারই বলে দিচ্ছে, কেন মোদী  আসেননি।" পোস্টের আর্কাইভ লিঙ্কটি দেওয়া হয়

একই দাবি করে ভিডিয়ো পোস্ট করেছেন আরও অনেকে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে, ওই নির্দিষ্ট ভিডিয়োটি দিয়ে যে দাবি করেছেন নেটিজেনরা, তা অনেকাংশেই ভুল।

আফয়া অনুসন্ধান

যেহেতু প্রধানমন্ত্রী বিভিন্ন মিটিং তাঁর সোশ্যাল মিডিয়ায় য়ের লাইভ স্ট্রিমিং হয়, সেজন্য আমরা প্রথমে নরেন্দ্র মোদীর ফেসবুক প্রোফাইলে যাই। দাবির সত্যতা যাচাইয়ের জন্য আমরা প্রথমে ২৪ সেপ্টেম্বরের মিটিংয়ের ভিডিয়ো দেখি। ভিডিয়োর শুরু এবং শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, খারাপ আবহাওয়ার জন্য তিনি হিমাচলের মান্ডিতে পৌঁছতে পারেননি। সেজন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। 

Advertisement

এরপর ওই ভিডিয়োতেই দেখা যায় বৃষ্টি পড়ছে এবং সেই অবস্থাতেই বহু বিজেপি নেতা-কর্মী-সমর্থক প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছেন। কেউ কেউ লাল রঙের চেয়ারকে ছাতার মতো ব্যবহার করেছেন এবং সেটা দিয়ে মাথা ঢেকে সভায় মোদীর বক্তৃতা শুনছেন। 

বিষয়টি আরও নিশ্চিত করতে, সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবরের খোঁজ শুরু করি। টাইমস নাও-তে প্রকাশিত একটি ভিডিয়ো আমাদের নজরে আসে। 

এর থেকেই স্পষ্ট যে, লোক না হওয়ার জন্য প্রধানমন্ত্রী হিমাচলের সভায় যাননি বলে যে দাবি করা হয়েছে, তা ভুল।  

এছাড়া বিজেপির তরফ থেকেও একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে সভাস্থল ভর্তি ছিল।

রিপোর্ট- তনুজিৎ দাস

ফ্যাক্ট চেক

দাবি

লোক না হওয়ায় হিমাচল প্রদেশের সভায় যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফলাফল

খারাপ আবহাওয়ার কারণে সভায় পৌঁছননি মোদী। বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন তিনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement