বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের মোট ১১টি জেলার প্রায় ৫০ লক্ষ মানুষ। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত এই বন্যার করাণে দেশটি মৃত্যু হয়েছে মোট ৫৯ জনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাংলাদেশি নাগরিক বন্যার কারণ হিসাবে ভারতের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়াকে সরাসরি দায়ী করেছেন।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দু’জন ব্যক্তিকে একটি বাচ্চাকে কাদার ভিতর থেকে উদ্ধার করে আনতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারত তাদের বাঁধ থেকে জল ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। পরে বন্যার জল কিছুটা কমে গেলে কাদার ভিতর থেকে ওই বাংলাদেশি শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, “বন্যার পানি কমে যাওয়ার পর এই কাদার মধ্যে পাওয়া গেছে। ভারতের নিকৃষ্ট কাজ বাংলার মানুষ মনে রাখবে। হে আরশের মালিক! তাকে উত্তম জাযা দান করুন __ আমিন” (সব বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবির শিশুটি বাংলাদেশি নয় বরং ভারতীয়। গত ২৩ আগস্ট ত্রিপুরার বিলোনিয়া থানার তাইচামা গ্রামে ভূমিধসের কারণে তার মৃত্যু হয়।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল দাবির সত্যতা জনাতে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা গত ২৩ আগস্ট ‘Tipra Vision’ নামক একটি ফেসবুক পেজে একটি পোস্ট দেখতে পাই। যেখানে ভাইরাল ছবিটির পাশাপাশি আরও তিনটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, “ভূমিধসের কারণে দক্ষিণ ত্রিপুরা জেলার বিসি নগর ব্লকের তাইচামা গ্রামে ভূমিধসের কারণে মৃত ৬ বছরের শিশু কন্যা তিয়ারি দেববর্মা।”
পাশাপাশি ‘Tipra Vision’ পেজে খবরের সূত্র হিসাবে ‘Dongour Tv’ নামক একটি সংবাদ মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। সেই সূত্র ধরে আমরা ইউটিউবে উক্ত চ্যানেলটি খুঁজে বার করি। সেখানে গত ২৩ আগস্ট এই সংক্রান্ত ককবরক ভাষার একটি ভিডিও প্রতিবেদন দেখতে পাই। সেই ভিডিওর ১ মিনিট ২৮ সেকেণ্ডে আমরা ভাইরাল পোস্টের ছবিটি সেখানে দেখতে পাই। তবে এই ভিডিওতে মৃতার নাম তিয়ারি দেববর্মার বদলে পিয়ারি দেববর্মা উল্লেখ করা হয়েছে।
এরপর আমরা আমাদের কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি বিসি নগর ব্লকের পুরো নাম ভারত চন্দ্র নগর ব্লক। যেটি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত। তাই এবিষয়ে নিশ্চিত হতে এবং মৃতার প্রকৃত নাম ও মৃত্যুর কারণ জানতে আমরা পরবর্তীতে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “গত ২৩ আগস্ট দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার বিসি নগর ব্লকের তাইচামা গ্রামে ভূমিধসের কারণে মাটি চাপা পড়ে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়। মৃতার নাম পিয়ারি দেববর্মা নয়। বরং তিয়ারি দেববর্মা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬ বছর। প্রবল বৃষ্টির জেরে সে মাটি চাপা পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। পরবর্তীতে বিলোনিয়া মহিলা থানায় এই সংক্রান্ত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। যার কেস নম্বর ৬/২০২৪।”
এর থেকে প্রমাণ হয় যে বাংলাদেশে বন্যার কারণে মৃত্যু দাবি করে ত্রিপুরায় ভূমিধসের জেরে মৃত শিশুর ছবি শেয়ার করা হচ্ছে।
বন্যার জল কমে যাওয়ার পর বাংলাদেশে কাদার ভিতর থেকে উদ্ধার শিশুটির মৃতদেহ।
ছবির শিশুটি বাংলাদেশি নয় বরং ভারতীয়। গত ২৩ আগস্ট ত্রিপুরার বিলোনিয়া থানার তাইচামা গ্রামে ভূমিধসের কারণে তার মৃত্যু হয়।