টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলকে নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার দলের গোলরক্ষক পি আর শ্রীজেশকে নিয়ে একটি দাবি ভাইরাল হল।
“কমরেড দীপ পোদ্দার” নামের এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন যে জাতীয় হকি দল অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর কেরল সরকার রাজ্যের একটি রাস্তার নামকরণ দলের গোলরক্ষক শ্রীজেশের নামে করেছে।
এই একই দাবি সহ আরও পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে, এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি যে সত্যি সত্যিই কেরল সরকার এমন কোনও সিদ্ধান্ত নিয়েছে কিনা। কিওয়ার্ড সার্চ করে আমরা ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের সন্ধান পাই, যেখানে শ্রীজেশের নামের রাস্তার কথা উল্লেখ রয়েছে।
এই প্রতিবেদনে শ্রীজেশ কেরল সরকারকে ধন্যবাদ জানিয়ে বলছেন যে তাঁর নামে নামাঙ্কিত রাস্তাটি কেরলের এর্নাকুলাম জেলায় অবস্থিত কিঝাককাম্বালাম গ্রামে রয়েছে। এই কিঝাককাম্বালাম গ্রামেই শ্রীজেশের দেশের বাড়ি এবং সেই বাড়ি থেকে তিনি রাস্তাটি পরিষ্কার দেখতে পান। এই প্রতিবেদনে "অলিম্পিয়ান শ্রীজেশ রোড" লেখা একটি ফলকের সামনে দাঁড়িয়ে থাকা শ্রীজেশের ছবিও ব্যবহৃত হয়েছে।
এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু এই প্রতিবেদনটি ২০১৫ সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ, কেরল সরকার রাস্তাটির নামকরণ টোকিও অলিম্পিক্সের পরে নয়, বরঞ্চ অন্তত বছর ছয়েক আগে করেছিল।
এখান থেকে সূত্র ধরে আমরা ফের একবার কি ওয়ার্ড সার্চ করে "দ্য হিন্দু"-র একটি প্রতিবেদনে খুঁজে পাই। এখানে বলা হচ্ছে ২০১৪ সালের এশিয়ান গেমসের ফাইনালে অসাধারণ পারফর্মেন্সের পরে তৎকালীন কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডী শ্রীজেশের কোচির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান।
এই প্রতিবেদনের দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কুন্নাথুনাড়ু কেন্দ্রের বিধায়ক সাজিন্দ্রান সেদিন শ্রীজেশের বাড়ি গিয়েছিলেন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে শ্রীজেশের দেশের বাড়ির পাশে নির্মীয়মান কিঝাককাম্বালাম থেকে কুন্নাথুনাড়ু বাইপাশটি শ্রীজেশের নামে নামাঙ্কিত করা হবে।
এখানে উল্লেখ্য, ২০১৪ সালের ইঞ্চিওন এশিয়ান গেমসের হকি ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। ম্যাচটির মূল সময়ের ফলাফল ১-১ থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ভারত ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয়। গোটা টুর্নামেন্টে অনবদ্য খেলেছিলেন শ্রীজেশ।
বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা শ্রীজেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তিনি ব্যস্ত থাকায় আমরা তাঁর বাবা পি ভি রবীন্দ্রণের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, "২০১৪ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে ফেরার পরই এই রাস্তাটি শ্রীজেশের নামে করা হয়। দীর্ঘ ছয় বছর ধরেই এই রাস্তাটির নাম অলিম্পিয়ান শ্রীজেশ রোড।
সুতরাং, এই ফেসবুক পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
জাতীয় হকি দল অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর কেরল সরকার রাজ্যের একটি রাস্তার নামকরণ দলের গোলরক্ষক শ্রীজেশের নামে করেছে।
২০১৪ সালে এশিয়ান গেমস-এ সোনা জয়ের পর কেরল সরকার শ্রীজেশের গ্রামের বাড়ির সামনে নির্মীয়মান বাইপাসটির নাম ‘অলিম্পিয়ান শ্রীজেশ রোড’ বলে নামকরণ করে।