গাজা-মিশর সীমান্তে অবস্থিত একটি দেওয়ালের গর্ত দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় রুটি পৌঁছে দিচ্ছে এক মিশরীয় কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, খাবারটি গর্তের একদিক দিয়ে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং অপর একটি শিশু অন্য দিক দিয়ে সেটা টেনে নিচ্ছে।
একই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, "ইচ্ছা থাকলে কী না সম্ভব?
মিশরের এক যুবক মিশর-গাজা সীমান্ত প্রাচীর ছিদ্র করে গা.. জাবাসীর জন্য রুটি পৌঁছে দিচ্ছে। এপর্যন্ত সে ১০০০ রুটি পৌঁছে দিয়েছে। আরবের হাজারো ধনকুবের চেয়ে এই যুবকের আত্মমর্যাদা, বদান্যতা, দরদ এবং সাহসিকতা শতকোটিগুণ বেশি।" (পোস্টের বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিমের তদন্তে দেখা গিয়েছে যে, প্রচারিত ভিডিওটি মিশর-গাজা সীমান্তের নয়। ২০১২ সালে জেরুজালেমের পশ্চিম সীমান্তে ভিডিয়োটি তোলা হয়েছিল।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভইডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে, ১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্যালেস্টাইন নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজে একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সীমানা প্রাচীরের একটি গর্ত দিয়ে পশ্চিম তীরে শিশুদের জেরুজালেমের রুটি "কা ইক" পাচার করার ক্যাপশন সহ ভিডিওটি পোস্ট করা হয়েছিল।
আর বছর আগে একই ভিডিয়ো ডেইলি মোশনে পোস্ট করা হয়েছিল। জেরুজালেম থেকে পশ্চিম তীরে রুটি চোরাচালানের ক্যাপশন-সহ পোস্ট করা হয়েছিল।
২০১৫ সালের ৮ ডিসেম্বর ভাইরাল ভিডিওটি আলখাদ সংবাদপত্রের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছিল। এতে দেওয়া তথ্যে বলা হয়েছিল যে, ভিডিওটি ‘ইনফিলট্রেটস’ তথ্যচিত্রের অংশ। এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন খলিল জারার।
খলিল জারার ২০১২ সালে ইনফিলট্রেটস নামে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। ওই তথ্যচিত্র সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এখানে। যা প্যালেস্তাইনের মানুষের জীবন এবং ইসরায়েলি সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে তৈরি।
ভাইরাল ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে ভিডিয়োটি মিশর-গাজা সীমান্ত থেকে তোলা হয়েছে। তবে ভিডিয়োটি প্যালেস্তাইনের পশ্চিম দিক থেকে নেওয়া হয়েছে, যা ইসরায়েল-জেরুজালেমের সীমান্তবর্তী। এই ভিডিয়োর ঘটনার সাথে যুদ্ধকালীন খাদ্য বিতরণের কোনও সম্পর্ক নেই।
গাজা-মিশর সীমান্তে অবস্থিত একটি দেওয়ালের গর্ত দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় রুটি পৌঁছে দিচ্ছে এক মিশরীয় কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, খাবারটি গর্তের একদিক দিয়ে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং অপর একটি শিশু অন্য দিক দিয়ে সেটা টেনে নিচ্ছে।
ভিডিয়োটি প্যালেস্তাইনের পশ্চিম দিক থেকে নেওয়া হয়েছে, যা ইসরায়েল-জেরুজালেমের সীমান্তবর্তী। এই ভিডিয়োর ঘটনার সাথে যুদ্ধকালীন খাদ্য বিতরণের কোনও সম্পর্ক নেই।