চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস তৈরি করেছে চন্দ্রযান ৩। সেখানে অবতরণের পর ছবি পাঠিয়েছে \'ল্যান্ডার বিক্রম\' ও রোভার \'প্রজ্ঞান\'। যা ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও একটি ভিডিয়ো । ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়েছে, ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় তোলা চাঁদের দক্ষিণ মেরুর উপরিভাগের ভিডিয়ো এবং ইসরো নাকি সেটা পোস্ট করেছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, \"ইতিহাস তৈরীর পথে ভারতের চন্দ্রযান ৩, প্রথম অবতরণ চন্দ্রের দক্ষিণ মেরুতে।\" ভিডিয়োটি ফেসবুকে প্রায় ৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। তবে ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, ভাইরাল এই ভিডিয়োটি একটি থ্রি-ডি অ্যানিমেশন। বিক্রম এমন কোনও ভিডিয়ো পাঠায়নি এবং ইসরো তা প্রকাশও করেনি।কীভাবে এগলো অনুসন্ধান?ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে স্টক ইমেজ ওয়েবসাইট Shutterstock-এর অফিসিয়াল ওয়েবসাইটে একই ভিডিয়ো আমরা দেখতে পাই। ভিডিয়োটির বর্ণনায় লেখা রয়েছে, খুব কাছ থেকে চাঁদের গঠন কেমন দেখতে সেই দৃশ্যের একটি থ্রি-ডি অ্যানিমেশন। নাসার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক, ইসরোর তরফে এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর কী কী ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে।২৫ অগাস্ট ইসরোর তরফে সামনে আনা হয় চাঁদের মাটিতে রোভার \'প্রজ্ঞান\'-এর অবতরণের ভিডিয়ো।... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W— ISRO (@isro) August 25, 2023 চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর পর প্রথম ছবি প্রকাশ করে ইসরো।Chandrayaan-3 Mission:Updates:The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom— ISRO (@isro) August 23, 2023 চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছনোতে গত ২২ ও ২১ অগাস্ট আরও কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল ইসরো।Chandrayaan-3 Mission:Here are the images of Lunar far side area captured by the Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC). This camera that assists in locating a safe landing area -- without boulders or deep trenches -- during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB— ISRO (@isro) August 21, 2023 ইসরোর প্রকাশিত ছবি ও ভিডিয়োর সঙ্গে ভাইরাল ভিডিয়োটির কোনও মিল নেই। বরং হুবহু এক ভিডিয়ো আমরা স্টক ইমেজ ওয়েবসাইট Shutterstock-এর অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে পাই। যেখানে ভিডিয়োটির বর্ণনায় লেখা রয়েছে, খুব কাছ থেকে চাঁদের গঠন কেমন দেখতে সেই দৃশ্যের একটি থ্রি-ডি অ্যানিমেশন। নাসার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে।