Advertisement

ফ্যাক্ট চেক: পৃথিবীর সর্বোচ্চ ১৫ ফুট দৈর্ঘ্যের প্যালেস্টাইন মহিলা দাবিতে ভাইরাল সম্পাদিত ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্যালেস্টাইন নাগরিক এই মহিলা পৃথিবীর সব থেকে লম্বা এবং তাঁর উচ্চতা ১৫ ফুট।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 11:48 AM IST

বর্তমান সময়ে একজন মানুষের স্বাভাবিক উচ্চতা ৫-৬ ফুটের মধ্যে হয়ে থাকে। কেউ কেউ আবার এর থেকে কিছুটা কম বা বেশি লম্বা হয়ে থাকেন। একটা বয়সের পরে মানুষের উচ্চতা বাড়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না। অবশ্য যাদের উচ্চতা কম তারা অনেক সময় তা বাড়ানোর জন্যে বিভিন্ন পদ্ধতি অলম্বন করে থাকেন।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও। যেখানে একজন অস্বাভাবিক লম্বা মহিলাকে একটি ব্রিজের উপর দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্যালেস্টাইন নাগরিক ওই মহিলা পৃথিবীর সব থেকে লম্বা এবং তাঁর উচ্চতা ১৫ ফুট। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “১৫ ফুট উচ্চতার পৃথিবীর সবচেয়ে লম্বা ফিলিস্তিনির মেয়ে।” (সব বানান অপরিবর্তিত।)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি এডিট বা ফিল্টার ব্যবহার করে বানানো এবং মহিলাটি পৃথিবীর সবচেয়ে লম্বা নারী নন। বরং তার উচ্চাতা বাকিদের মতই স্বাভাবিক। পাশাপাশি তিনি প্যালেস্টাইন নয়, নেপালের নাগরিক। 

 

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ সেটি ভালো করে পর্যবেক্ষণ করলে উক্ত মহিলার শরীরের উপরের অংশ অর্থাৎ কোমরের উপর অংশ বাকি পাঁচজন মানুষের মত স্বাভাবিক মনে হয়। কিন্তু নিচের অংশেরর আকৃতি অস্বাভাবিক দেখাচ্ছে। এর থেকে অনুমান করা যায় যে ভিডিওটি এডিট বা ফিল্টার ব্যবহার করে বানানো হলেও হতে পারে।

তাই এবিষয়ে নিশ্চিত হতে ভিডিওটিতে থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগুলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১১ এপ্রিল সুমিত্রা বার্তাউলা নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটি ভালো করে পর্যবেক্ষণ করলে সেখানে ওই মহিলার আরও অনেক ভিডিও ও ছবি পাওয়া যায়। সেই সব পোস্ট থেকে এটা স্পষ্ট হয় যে ওই মহিলার উচ্চাতা বাকিদের মতই স্বাভাবিক। চলতি বছরের ১ জুলাই ওই মহিলার পোস্ট করা একটি ৮ জনের গ্রুপ ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর তুলনা নিচে দেখা যাবে। পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিস্তারিত অংশ দেওয়া ওই মহিলার ফেসবুক পেজের লিঙ্ক থেকে জানা যায় ওই মহিলা প্যালেস্টাইন নয়, নেপালের নাগরিক।

Advertisement

এরপর পরবর্তী সার্চে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্বোচ্চ মহিলার তথ্য খোঁজার চেষ্টা করি। তখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বর্তমানে জীবিত মানুষদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার তথ্য পাওয়া যায়। তুরস্কের বাসিন্দা ওই মহিলার নাম রুমেইসা গেলগি। তার বর্তমান উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি। পাশাপাশি ২০২১ সালের ১৩ অক্টোবর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রুমেইসা গেলগিকে নিয়ে একটি ভিডিও-ও পাওয়া যায়।

এছাড়াও পরবর্তী সার্চে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বিগত ১০০ বছরে পৃথিবীর সর্বোচ্চ মানুষের তথ্য পাওয়া যায়। সেই তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ মহিলা ছিলেন চিনের হুনান প্রদেশের ব্রাইট মুন কমিউনের ইউজিয়াং গ্রামের বাসিন্দা জেং জিনলিয়ান। তার উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি। পাশাপাশি ওই তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ মানুষ ছিলেন রবার্ট ওয়াডলো। তার উচ্চতা ছিল ৮ ফুট ১১.১ ইঞ্চি। 

এর থেকে প্রমাণ হয় যে, নেপালের সুমিত্রা বার্তাউলা নামক এক মহিলার সম্পাদিত ভিডিও শেয়ার করে পৃথিবীর সর্বোচ্চ মহিলা দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

দাবি

প্যালেস্টাইন নাগরিক এই মহিলা পৃথিবীর সব থেকে লম্বা এবং তাঁর উচ্চতা ১৫ ফুট।

ফলাফল

ভিডিওটি সম্পাদিত এবং মহিলাটি পৃথিবীর সবচেয়ে লম্বা নন। বরং তার উচ্চাতা বাকিদের মতই স্বাভাবিক। পাশাপাশি তিনি প্যালেস্টাইন নয়, নেপালের নাগরিক।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement