কলকাতাকে লন্ডনের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর, মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে মজার ছলে পেশ করে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল।
'পূজা মাইতি' নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "কলকাতাকে লন্ডন বানাতে দশ বছর সময় লেগেছে।"
এই একই দাবি সহ বিভিন্ন পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে, এখানে, এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে ছবিটিকে আমরা রিভার্স সার্চ করে ছবিটির মূল সূত্র খুঁজে পাই। দেখা যাচ্ছে, জনজোয়ার নামের একটি সংবাদমাধ্যমে এই ছবিটি এ বছরের ১৮ই জুন প্রথম প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে ছবিটি উত্তরপ্রদেশের। খোদ নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বেনারসের।
বিষয়টিকে আরও সরজমিনে তদন্ত করতে এবার আমরা টুইটারে গিয়ে বেনারসের রাস্তায় জল জমার ছবি খুঁজে দেখি। দেখা যাচ্ছে , উত্তরপ্রদেশের প্রাক্তন আইএএস সূর্য প্রতাপ সিং এই একই ছবি তাঁর ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছেন।
সেখানে মজা করে তিনি লিখেছেন,"আত্মহত্যার চেষ্টা করছে বলে এই বাইকের মালিকের বিরুদ্ধে আইপিসির ৩০৯ ধারায় মামলা দায়ের করা যেতে পারে। ভদ্রলোক বেনারসের রাস্তায় ডুবতে চলেছে।"
बाइक पर धारा 309 IPC के अंतर्गत आत्महत्या के प्रयत्न का मुकदमा ठोका जाए l बनारस में डूबने चली है, कमबख्त l 🤣🤣 pic.twitter.com/jHQNbcJiSp
— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) June 17, 2021বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা আজতকের বেনারসের প্রতিনিধি রোশন জয়স্বলের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান যে রাস্তাটি বেনারসের। "দশাশ্বমেধ ঘাট রোডের একটি শাখা রাস্তার ছবি এটি। জুন মাসের ১৭/১৮ তারিখ ভারি বৃষ্টির কারণে রাস্তাটি জলমগ্ন ছিল।"
সুতরাং, এই ফেসবুক পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলা যেতেই পারে।
কলকাতাকে লন্ডন বানাতে দশ বছর সময় লেগেছে
ছবিটি কলকাতার নয়। বেনারসের একটি জলমগ্ন রাস্তার সাম্প্রতিক ছবি এটি।