ইজরায়েল হামাস যুদ্ধের মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি বেশ চমকপ্রদ ভিডিয়ো ভাইরাল হচ্ছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি সেনার গাড়ি-সহ সেনার পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি পায়ে চাকা লাগানো জুতো, অর্থাৎ রোলার স্কেট পরে কোনও একটি শহরের রাজপথে টহল দিচ্ছে।
ভিডিয়োটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ফিলিস্তিনি সেনা নাকি এভাবেই রাস্তায় মহড়া দিচ্ছে। ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে, "ফিলিস্তিন সেনাদের মহড়া।"
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি ফিলিস্তিন সেনাদের নয়, বরং আফগানিস্তানের।
কীভাবে জানা গেল সত্যি
ভাইরাল ভিডিয়োটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করতে আমরা সবার প্রথম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ একটি একই ধরনের ভিডিয়ো দেখতে পাই। এই ভিডিয়োতেও একই ধরনের পোশাকে ওই একই গাড়ি নিয়ে সেনাদের পথে টহল দিতে দেখা যাচ্ছে।
ভিডিয়োটি পোস্ট করে লেখা হয় যে এটি আফগানিস্তানের রাজধানী কাবুলের, এবং ভিডিয়োতে যাদের টহল দিতে দেখা যাচ্ছে তারা তালিবানের স্পেশাল ফোর্স।
গত ১৫ নভেম্বর ব্রিটিশ টেলিগ্রাফের ইউটিউব চ্যানেলও এই ভিডিয়োটি আপলোড করা হয়। সঙ্গে লেখা হয়, কাবুলের সড়কে টহল দিতে এখন রোলার স্কেট ব্যবহার করছে তালিবান। সেই সঙ্গে এও জানানো হয় যে, মুখে মাস্ক এবং ক্যামোফ্লাজ পোশাক পরে সেন্ট্রাল কাবুলের রাজপথে টহল দিতে দেখা যাচ্ছে তালিবানের সেনা সদস্যদের।
এই বিষয়ে নিশ্চিত হতে আরও কিছু কিওয়ার্ড সার্চ করে একই দাবি-সহ একটি প্রতিবেদন আমরা এনডিটিভি-তেও প্রকাশ পেয়েছে দেখতে পাই। সেখানেও কাবুলের রাস্তায় একে-৪৭ নিয়ে তালিবানি সেনাদের টহলের কথা উল্লেখ করা হয়।
একই সঙ্গে বিজনেস ইনসাইডার ও আরও বিদেশি সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
ভাইরাল ভিডিয়োটিতে ঠিক যেমন পোশাকে কাঁধের দু-পাশে সাদা দুটি পতাকা নিয়ে সেনা সদস্যদের দেখা যাচ্ছে, একই ভাবে এই ভিডিয়োগুলিতেও সেনা সদস্যদের তালিবানের সাদা পতাকা কাঁধে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে।
যদিও আমরা এটা নির্দিষ্ট করতে পারিনি যে ভাইরাল ভিডিয়োটি ঠিক কবেকার, তবে এটি যে আফগানিস্তানের রাজধানী কাবুলের সেই বিষয়ে কোনও সংশয় থাকে না।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ফিলিস্তিনি সেনা কীভাবে টহল দিচ্ছে।
ভাইরাল ভিডিয়োটি আফগানিস্তানের ও এখানে তালিবানের স্পেশাল ফোর্সকে টহল দিতে দেখা যাচ্ছে।