Advertisement

ফ্যাক্ট চেক- ফরাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হকের এই ছবির সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও যোগসূত্র নেই

গতবছরের লক ডাউনের ছবি জিইয়ে উঠলো বিভ্রান্তিকর দাবির সঙ্গে

moinul cover
Chayan Kundu
  • কলকাতা ,
  • 28 Apr 2021,
  • अपडेटेड 9:28 PM IST

 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে।  কিন্তু সমাজ মাধ্যমে তা নিয়ে উৎসাহের কোনো খামতি নেই। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক ও ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মইনুল হক এর একটি ছবি ভাইরাল হলো নির্বাচনের সঙ্গে জুড়ে। 

ছবিতে কংগ্রেস প্রার্থীকে এক মহিলাকে কিছু টাকা দিতে দেখা যাচ্ছে। দাবি করা হলো, মইনুল হক ভোটারদের মধ্যে নোট বিলি করছেন।  "মমতা মা জিন্দাবাদ"  বলে একটি ফেসবুক পেজ ছবিটি পোস্ট করেছে , সেখানে ক্যাপশনে লেখা " ফারাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক 500 / 1000 টাকা দিয়ে ভোট কিনছেন । ফারাক্কার মানুষ কিন্তু আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে "।  

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে ।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। এই ভাইরাল ছবিটির সঙ্গে চলতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।  এই ছবিটি  গতবছর লকডাউনের সময় গ্রাম বাসীদের আর্থিক সাহায্যপ্রদানের সময় নেওয়া। ফেসবুকের ভাইরাল পোস্টটির মতামতের জায়গায় কিছু মানুষ লিখেছেন যে এটি গতবছরের ছবি।  সেই সূত্র ধরে আমরা মইনুল হকের ফেসবুক একাউন্ট ঘেটে এই ছবিটি খুঁজে পাই।  সেখানে গতবছর ৭ ই এপ্রিল এই ছবিটি সহ আরও কিছু ছবি পোস্ট করে লেখা হয়েছে " #সরকারে থাকি না থাকি #দরকারে আছি। তার কর্মের কারণেই তিনি সাধারণ মানুষের কাছে #রিয়াল_হিরো। লক ডাউনের ফলে সাধারণ মানুষ যখন শোকাচ্ছন্ন। তখন ফারাক্কার বিধায়ক মইনুল হক সাহেব তিলডাঙ্গা গ্রামের চারটি বুথের গরীব অসহায় মানুষদের নগদ #তিনশত টাকা এবং #মাস্ক বিতরণ করলেন!!" 

গত ২৩ সে এপ্রিল , মইনুল হক সব সংশয় দূর করার জন্য আবার ফেসবুকে এই পুরোনো পোস্টটি ভাইরাল পোস্টির পাশে পোস্ট করেন।  

Advertisement

গত ২৬ সে এপ্রিল সপ্তম দফার নির্বাচনের সময় ভোট গ্রহন হয় ফরাক্কা বিধান সভা কেন্দ্রে।  সুতরাং , বলা যায়, বিভ্রান্তিকর দাবির সঙ্গে মইনুল হকের গতবছরের ছবি ফের ভাইরাল হলো ফেসবুকে।  

ফ্যাক্ট চেক

দাবি

ফরাক্কার কংগ্রেস প্রার্থী মইনুল হক ভোটারদের মধ্যে নোট বিলি করছেন।

ফলাফল

এই ভাইরাল ছবিটির সঙ্গে চলতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই ছবিটি গতবছর লকডাউনের সময় গ্রামবাসীদের আর্থিক সাহায্যপ্রদানের সময় নেওয়া।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement