Bengali Jokes: বলা হয়ে থাকে যে একজন মানুষকে সুস্থ থাকতে হলে মানসিক চাপমুক্ত থাকা প্রয়োজন। হাসি এবং মজা করা চাপ কমানোর সেরা উপায়। কখনো কখনো কৌতুক ও জোতকস মানুষকে হাসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকসগুলি পড়া যাক।
> শিক্ষক- স্ত্রীকে সংস্কৃত ভাষায় কী বলা হয়?
চিন্টু - স্যার.. সংস্কৃত ছাড়ুন,
আপনি আপনার স্ত্রীকে কোন ভাষাতেই কিছু বলতে পারবেন না।
> বাবা- বাবু, এবার তোকে ৯০% মার্কস আনতে হবে...
ছেলে- না বাবা এবার আমি ১০০% মার্কস নিয়ে আসব..
বাবা হাসতে হাসতে- ইয়ার্কি করছিস নাকি?
> মনু মন খারাপ করে বসে ছিল...
ভানু- কী হয়েছে?
মনু- ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হত কিন্তু দু'দিন হল যেতে পারছিনা।
ভানু- কেন যেতে পারলে না?
মনু- কারণ আমি স্বপ্নে দেখলাম একটা মেয়ে আমাকে চপ্পল দিয়ে মারছে
ভানু- তা স্বপ্ন আর ব্যাঙ্কের সম্পর্ক কী...
মনু- কারণ আমি যখন ব্যাঙ্কে গিয়েছিলাম বাইরের বোর্ডে লেখা ছিল, আমরা আপনার স্বপ্ন বাস্তবে বদলে দেব।
> স্ত্রী- ছেলেদের সাধারণ জ্ঞান একেবারে শূন্য।
গোলু- কেন?
স্ত্রী- আব দেখা না ছেলেদের টয়লেটে লেখা থাকে 'শালু আই লাভ ইউ, আরে শালু কি ওখানে পড়তে যাবে?
বোকা ছেলের দল...
> পচা মাতাল অবস্থায় পুলিশ এর হাতে ধরা পড়ল।
পুলিশ - এত মদ খেলি কেনো?
পচা - উপায় ছিলো না।
পুলিশ - কেনো কী হয়েছিল?
পচা - বোতলের ঢাকনা হারিয়ে গিয়েছিল।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)