Advertisement

Top Father Son Jokes: বিয়ে নিয়ে বাবার উপদেশ ছেলেকে, শুনেল হাসির ফোয়ারা থামবে না

Funny Jokes and Chutkule: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ত সময়ে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এগুলি পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 3:58 PM IST

Jokes in Bengali: দৌড়াদৌড়ি ভরা জীবনের মাঝে টেনশন মুক্ত থাকতে হাসতে থাকা খুব জরুরি। হাসি মানসিক চাপ দূর করে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কৌতুক। যা পড়ার পর আপনি কিছু সময়ের জন্য নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> প্রেমিক প্রেমিকা হোটেলে বসে খাচ্ছে। প্রচুর খাবারের অর্ডার দেওয়া হয়েছে।
প্রেমিক: তাহলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছ?
প্রেমিকা: হ্যা, আমি তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিক: এই বেয়ারা, আমাদের দু'জনের দুটো আলাদা বিল নিয়ে এসো।

> প্রেমিক: তুমি যখন আমাকে বিয়েই করবে না তখন আমার চিঠিগুলো ফেরত দাও।
প্রেমিকা: চিঠিগুলো আমি পুড়িয়ে ফেলব।
প্রেমিক: না, না, ওগুলো  লিখতে আমার অনেক কষ্ট হয়েছে। দ্বিতীয়বার আর কষ্ট করতে পারব না।

> দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু: জানিস, আমার আর লিজার বিয়ে হয়ে গেছে।
দ্বিতীয় বন্ধু: তাই নাকি রে! আগে তো বলিসনি। এত দিন প্রেম করলি। তা কবে তোদের বিয়ে হলো?
প্রথম বন্ধু: আমার বিয়েটা হয়েছে এ মাসের ১৬ তারিখ। আর লিজার ২৫ তারিখ।

> একটি মেয়ের সবেমাত্র এনগেজমেন্ট  হয়েছে। তার অফিসের এক বিবাহিত মহিলা এলেন তাকে উপদেশ দিতে।
মহিলা—শোনো, বিয়ের পর প্রথম ১০ বছরই সবচেয়ে কঠিন।
পাত্রী —আপনার বিয়ে হয়েছে কত দিন?
মহিলা—১০ বছর।

> একটি লোক মিনারেল ওয়াটার কিনল। তারপর দোকানিকে বলল-
ভদ্রলোক: ফ্রি-টা দেবেন না?
দোকানি: মিনারেল ওয়াটারের সঙ্গে  ফ্রি কিছু নাই।
ভদ্রলোক: আমাকে বোকা পেয়েছেন? এই যে বোতলের গায়ে লেখা আছে ‘আর্সেনিক ফ্রি’।

> বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন—
বাবা: শোন বাবা তোকে একটা কথা বলি। বিয়ে করা মানেই নরকে যাওয়া। যদি সুখ শান্তিতে থাকতে চাস তাহলে জীবনেও বিয়ে করিস না।
ছেলে: চিন্তা করো না বাবা। আমি তোমার উপদেশ কখনো ভুলব না। আমার ছেলেকেও এই উপদেশ দিয়ে যাব।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement