Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> রাগ করে বাপের বাড়ি যাওয়া বউকে ফোন করেছে স্বামী। কিন্তু ফোন ধরেছেন শাশুড়ি।
শাশুড়ি: তোমাকে না বলেছি যে আমার মেয়ে আর তোমার কাছে ফিরে যাবে না। একথা আর কতবার বলবো!?
জামাই: আজ্ঞে মা, তারপরও...
শাশুড়ি: তারপরও মানে! নির্লজ্জের মতো প্রতিদিন ফোন করো কেন? আমার মেয়ে তোমার কাছে আর ফিরবে না।
জামাই: মা, আপনার এই কথাটা শুনতে খুব ভাল লাগে। কথাটা বারবার শুনতে চাই- তাই রোজ বিরক্ত করি...
> দুষ্টু বাচ্চা (দোকানে গিয়ে)— কাকু, আমি বড় হলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে?
দোকানদার (স্নেহপরায়ণ হয়ে)— নিশ্চয়ই বাবা। কেন দেব না?
দুষ্টু বাচ্চা— তাহলে তোমার হবু জামাইকে দুটো আইসক্রিম খাওয়াও ফ্রি-তে!
> ধনী শ্বশুরের একমাত্র মেয়েকে বিয়ে করেছে গদাই। শ্বশুরের অবর্তমানে সে-ই সব পাবে। শ্বশুর মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
এবং তার পর…
ডাক্তার— দুঃখিত, আপনার শ্বশুরকে মনে হয় বাঁচানো যাবে না। অবস্থা একেবারে খারাপ। এতক্ষণ হয়তো তিনি আর নেই।
এমন সময়ে বেড থেকে শ্বশুর— কে বলেছে? এই তো আমি দিব্যি বেঁচে রয়েছি!
গদাই— চোপ! আপনি কি ডাক্তারের থেকে বেশি জানেন? ডাক্তার বলেছে আপনার দিন শেষ। আপনি কি ডাক্তারের থেকে বেশি জানেন?
> ওষুধের দোকানে গিয়ে ন্যাদা— দাদা, এক বোতল বিষ দিন তো।
দোকানদার— মানে!
ন্যাদা— বিষ! বিষ! খেলেই যাতে কাজ হয়।
দোকানদার— প্রেসক্রিপশন আছে?
ন্যাদা একটি চিঠি বের করে দোকানদারের হাতে দিল। তার পর…
দোকানদার (চোখে জল)— আগে বলবেন তো দাদা। বলুন, ছোট বোতল দেব না বড় বোতল?
চিঠিটি ছিল ন্যাদার শাশুড়ির। মূল বক্তব্য, ‘‘তোমাদের বাবাকে ডিভোর্স দেব! এবার থেকে তোমাদের সঙ্গেই থাকব।’’
> হাসপাতালে ডাক্তার— আরে! আপনার শাশুড়ির সঙ্গে আপনার রক্তের গ্রুপ একেবারে ম্যাচ করে গিয়েছে! অনবদ্য!
জামাই— হবেই তো ডাক্তারবাবু। গত ২৫ বছর ধরে যে তিনি ওটাই শুষে খাচ্ছেন!
> এক মহিলা আর এক মহিলাকে বললেন, ‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনও ব্যবসা আছে। তাই না?
দ্বিতীয় মহিলা: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)