Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> রোগী: ডাক্তারবাবু আমি সেরে উঠবো তো?
ডাক্তার: ডাক তাঁর এলে ডাক্তার কী করবে?
> ১ম দার্শনিক: আমার দুশ্চিন্তা হচ্ছে বোকারা একদিন পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেলে পৃথিবীর কী হবে?
২য় দার্শনিক: তোমাকে দেখে আমার দুঃখ হচ্ছে। তুমি সবসময় শুধু নিজের কথা ভাবো।
> জ্যোতিষী: তোমার সৌন্দর্যের জন্যে তুমি শীঘ্রই কোনো চলচ্চিত্র পরিচালকের নজরে পড়বে আর কিছুদিনের মধ্যে বড় তারকা হয়ে যাবে।
তরুণী: গতকাল বিকেলেও আরেকজনকে একই কথা আপনি বলেছেন।
জ্যোতিষী: এসব কথা না বললে যে আজকালকার তরুণ-তরুণীরা খুশি হয় না।
> এক রোগী ডাক্তারকে জানালো যে তিনি সারাদিন বাড়িতে শুয়ে-বসে থাকেন, কোনো কাজ করতে পারেন না। কিছু করতে ইচ্ছাও হয় না।
ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করলো।
রোগী: ডাক্তারবাবু এখন একদম সহজ ভাষায় আমাকে বলুন আমার কী হয়েছে?
ডাক্তার: একদম সহজ ভাষায় বললে, আপনি অলস।
রোগী: ওকে। এবার আমাকে চিকিৎসাশাস্ত্রীয় ভাষায় বলুন যাতে আমার স্ত্রীকে বলতে পারি।
> বিচারক: তুমি বলতে চাও যে তুমি সাত দিন উপোস ছিলে বলে বাধ্য হয়ে ঐ খাবারের দোকানে চুরি করেছো?
চোর: হ্যাঁ।
বিচারক: আশ্চর্য! তা হলে তুমি খাবার না নিয়ে দোকানের ক্যাশ ভাঙলে কেন?
চোর: পরের দোকানে খাবার খেয়ে পয়সা দেবো না এমন ছোটলোক আমি নই।
> বাবাঃ জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?
ছেলেঃ হ্যা বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।
> ছেলে: মা, মা, ভাই না একটা পোকা খেয়ে ফেলেছে।
মা: কি বলিশ, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে।
ছেলে: ভয় পেয়ানা মা, আমি সঙ্গে সঙ্গে ভাইকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
> এক সেলুনের চারদিকেই লাগানো শুধু ভূতের ছবি।
তা দেখে পল্টু জিজ্ঞেস করল : দাদা, আপনার দোকানে এত ভূতের ছবি কেন লাগিয়েছেন?
নাপিত: ভয় পেয়ে চুল খাড়া হলে কাটতে সুবিধা হয় তো তাই।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)