Advertisement

Girlfriend Boyfriend Jokes: তুমি কি আমাকে সত্যিই ভালোবাস? প্রেমিকার প্রশ্নে জব্বর উত্তর প্রেমিকের

Funny Chutkule: স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং যোগ গুরু উভয়েই মানুষকে হাসতে পরামর্শ দেন। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস এবং কৌতুক, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। চলুন শুরু করা যাক হাসি আর হাসানোর এই প্রক্রিয়া...

Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2024,
  • अपडेटेड 6:54 PM IST

Funny Jokes and Chutkule in Bengali: হাসলে একজন ব্যক্তির মেজাজ ভাল থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা এতটাই চাপে থাকে যে তারা হাসতেও ভুলে যাচ্ছে। তাই আপনাদের মজা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস।


> শিক্ষকঃ বলত এভারেস্ট কোথায়?
ছাত্রঃ জানি না।
শিক্ষকঃ এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাড়ালেই সব জানতে পারবে!
ছাত্রঃ কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাড়ালে এভারেস্ট দেখা যাবে?

> ছেলেঃ মা! বাবার চোখে চশমা কেন? 
মাঃ তুমি বাবার কথা শুনো না যে তাই! যাদের ছেলে কথা শুনে না তাদের এমন হয়।
ছেলেঃ ওহ! এবার বুঝলাম, কেন দাদুর চোখে এত পাওয়ারের চশমা!

> বাবাঃ জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?
ছেলেঃ হ্যা বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।

> প্রেমিকা একদিন খুব অভিমান করে প্রেমিককে বলছে—
প্রেমিকা: তুমি কি আমাকে সত্যিই ভালোবাস?
প্রেমিক: একশ বার!
প্রেমিকা: কিন্তু আমাকে তো তুমি পরোয়াই কর না!
প্রেমিক: যে সত্যিকারের প্রেমে পরে সে কারও পরোয়া করে না।

> বালক: মামা, ২০টি টাকা দেন তো, মা চাইছেন!
নেতা: তুমি আমার কোন জন্মের ভাগ্নে হলে। আমার তো কোনো বোন নেই ।
বালক: কেন, আপনিই তো সেদিন জনসভায় ভাষণের শুরুতে বলেছিলেন, প্রিয় ভাই ও বোনেরা ।
নেতা: হ্যা বলেছি, তাতে হয়েছে কী?
বালক: ওই জনসভায় আমার মা উপস্থিত ছিলেন। আর সেদিন থেকেই তো আপনি আমার মামা হয়েছেন।

> তিন পাগল বসে একসঙ্গে গল্প করছে ।
প্রথম পাগল: পুরো এশিয়া মহাদেশ আমার।
দ্বিতীয় পাগল: পুরো পৃথিবীটাই আমার ।
তৃতীয় পাগল: সবকিছু তোদের বলছিস। আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি?

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement