Advertisement

Husband Wife Jokes: ​দম্পতির এক ডজন সন্তান, ফ্যামিলি প্ল্যানিং-এর লোককে দেওয়া উত্তর শুনলে হাসি থামবে না!

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2023,
  • अपडेटेड 5:33 PM IST

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

> দুই বান্ধবীর গল্প চলছে…
মনিকা: ছেলেটার কত বড় সাহস আমাকে চুমু খায়!
তুলিকা: তাকে বকে দিলেই তো পারিস।
মনিকা: প্রতিবারই তো দেই।

> অফিসের বস কর্মচারীদের বললেন, ‘আজ আমার মনটা বেশ ভালো। বলো, তোমাদের কী দাবিদাওয়া। আজ সব শুনব।’
এক কর্মচারী বললেন, ‘স্যার, আমরা ছুটি খুবই কম পাই। ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না?’
বস: কী রকম ছুটি চাও, বলো?
কর্মচারী: ছয় মাসের ছুটি, বছরে দু’বার!

> এক অফিসের কর্মচারীরা সবাই অফিসে একদম ঠিক সময়ে পৌঁছে যান।
বসকে তার এক বন্ধু জিজ্ঞেস করলেন, ‘তোমার কর্মচারীদের কী এমন জাদু করেছ যে তারা এত সময়ানুবর্তী হয়ে গেল?’
বস হাসতে হাসতে বললেন, ‘জাদু না হে, আমার অফিসে একটা চেয়ার কম। সবাই সময়মতো পৌঁছাতে চেষ্টা করে, যেন দাঁড়িয়ে থাকতে না হয়!’

> স্ত্রী: চুলের গোড়া শক্ত হওয়ার তেলটা এনেছো?
স্বামী: হ্যাঁ, তুমি বলেছো আর আমি না এনে পারি? এই নাও।
স্ত্রী: না, তোমার কাছেই রাখো। তোমার অফিসের রিসেপশনিস্ট মেয়েটাকে দিয়ো। ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে।

> ১২টি সন্তান জন্ম দিয়ে সংসার পেতে বসেছেন এক দম্পতি। থাকেন তিনতলা বাড়ির দোতলায়। একদিন ফ্যামিলি প্ল্যানিং-এর একজন এসে বললেন, ‘এ কেমন কথা! এই যুগে এতগুলো সন্তান কী করে হলো?’
গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী স্ত্রী ছাদের দিকে আঙুল তুলে বললো, ‘উপরে একজন আছেন, এ তারই দান।‘
ফ্যামিলি প্ল্যানিং-এর লোকটি উপর তলায় গিয়ে দেখলো, এক অবিবাহিত যুবক।

Advertisement

> স্ত্রী: কে ফোন করেছিল?
স্বামী: হবে কোনো পশু প্রেমিক। জিজ্ঞেস করলো, গাধাটা এখনও বাড়িতে আছে কিনা!


(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement