Advertisement

Funniest Jokes: কাউকে এড়িয়ে চলার সহজ উপায় কী? এই উত্তরে না হেসে পারবেন না!

Funny Jokes in Bengali: হাসির অনেক উপকারিতা আছে, মুখ উজ্জ্বল হয়, মন থাকে খুশি, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার মেজাজ খারাপ থাকে তবে আপনি নীচের জোকসগুলি পড়ে আপনার মনকে সতেজ করতে পারেন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2023,
  • अपडेटेड 4:57 PM IST

Mojar Chutkule: স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং যোগ গুরু উভয়েই মানুষকে হাসতে পরামর্শ দেন। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস এবং কৌতুক, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। চলুন শুরু করা যাক হাসির প্রক্রিয়া...

> বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে…
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয় যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!

> এক বন্ধু আরেক বন্ধুকে বলছে—
১ম বন্ধু: বন্ধু, কাউকে এড়িয়ে চলার সহজ উপায় কী?
২য় বন্ধু: তুই তাকে কিছু টাকা ধার দে।
১ম বন্ধু: তাতে কী হবে?
২য় বন্ধু: তোর আর তাকে এড়িয়ে চলতে হবে না। সে নিজেই তোর থেকে ১০০ হাত দূরে থাকবে।

> একজন আমেরিকান, আরেকজন রুশ। ঝগড়া হচ্ছে। 
আমেরিকান বললো, আমাদের দেশে এত বাক্‌স্বাধীনতা আছে যে আমি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারব, মিস্টার বাইডেন, আমি আপনার শাসন পছন্দ করি না। তুমি পারবে?
রুশ নাগরিক: অবশ্যই পারব। আমি হোয়াইট হাইসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারব, মিস্টার বাইডেন, আমি আপনার শাসন পছন্দ করি না।

> খুব ভোরে বাবু ভৃত্যকে ডেকে তুললেন।
বাবু: এই দেখ তো সূর্য উঠেছে কি না?
ভৃত্য: একটু সবুর করুন, স্যার। হারিকেনটা জ্বেলে নিয়ে আসি।

> গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন। 
তার এক বন্ধু জিজ্ঞাস করেন - কি ব্যাপার? সব ভালো তো!
মাতব্বর - আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!

Advertisement

> এক বিখ্যাত কার্ডিওলজিস্ট মারা গেছেন, তার সম্মানে তার কবরটা খোঁড়া হলো অনেকটা হার্টের মতো করে। কবরে কফিন নামানো হচ্ছে, এ সময় পাশ থেকে এক লোক হেসে উঠলেন।
একজন জিজ্ঞেস করল: কী ব্যাপার, আপনি হাসলেন যে?
ওই ব্যক্তি : না, আমিও একজন ডাক্তার। আমার কবরটা কেমন হবে তা ভেবেই হাসছি।
প্রশ্ন: আপনি কীসের ডাক্তার?
ব্যক্তি: আমি একজন গাইনোকলোজিস্ট!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement