Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> পেকুদা একটি মেয়ের প্রেমে পড়েছে। প্রতিদিন বিকেলে মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সেজেগুজে স্মার্ট হয়ে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে শপিং করতে যাচ্ছে।
তখন পেকুদা দৌড়ে গিয়ে পেছন থেকে বলল, ‘ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচব না।’
মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল, ‘ওরে হতচ্ছাড়া, আমি মেয়ে না, মেয়ের মা!’
সঙ্গে সঙ্গে পেকুদাও বলে উঠল, ‘ওরে হতচ্ছাড়ি, আমি ছেলে না ছেলের বাবা!’
> এক ছেলে জামগাছের পাশে একটি গোলাপ গাছের চারা লাগাচ্ছে।
তা দেখে পথিক জিজ্ঞেস করল, ‘কী খোকা, জামগাছের পাশে গোলাপ ফুলের চারা লাগাচ্ছ, কী ব্যাপার?’
খোকা চট করে উত্তর দিল, ‘গোলাপজাম খাব তো, তাই জামগাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি!’
> খাবার টেবিলে বসে স্বামী স্ত্রীকে বলছে-
স্বামী : দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে।
স্ত্রী : (খুশি হুয়ে) কী করে বুঝলে?
স্বামী : শুনেছি বয়স বাড়লে নাকি অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হয় না তোমার অভিজ্ঞতা বাড়ছে।
> ছেলে : মা, আমাদের টয়লেটটা অনেক ভালো।
দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়।
মা : ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!
> বাবা ও ছেলে এক চায়ের দোকানের সামনে বসে আছে।
ছেলে : বাবা, ওরা কী খায়?
বাবা : চা।
ছেলে : না, চাব না। চাইতে লজ্জা করে!
> স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। দু’জনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন—
স্ত্রী: তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছো কেন?
স্বামী: তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব নাকি!
স্ত্রী: সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার মতো বউ আরেকটা পাও কি না!
স্বামী: তুমি কী ভাবছো, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)