Advertisement

Funniest Jokes: মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের? উত্তরটা জানলে আপনি হাসবেন গ্যারান্টি!

Latest Jokes: সারাদিন হাসি-ঠাট্টা চললে মনটা খুশি থাকে। প্রতিদিন হাসলে শুধু আমাদের স্বাস্থ্য ভালো থাকে না, মনকেও খুশি রাখে। হাসতে এবং লোককে হাসাতে নীচে দেওয়া মজার জোকসগুলি পড়ুন...

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2023,
  • अपडेटेड 3:27 PM IST

Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> রোগী: আজ আমি বুঝতে পারছি সামান্য জ্বর কতটা ভয়াবহ হতে পারে!
ডাক্তার: কীভাবে বুঝলেন??
রোগী: আপনার বিলের কাগজটা দেখে!!!

> ডাক্তার: কী ব্যাপার, আপনার দাঁত ভাঙল কী করে???
রোগী: আর বলবেন না স্যার, আমার বউয়ের বানানো রুটি এতো শক্ত হয়……..
ডাক্তার: আপনার বউকে বলবেন যেন রুটি একটু নরম করে বানায়।
রোগী: বলেছিলাম বলেই তো এই অবস্থা!!!!

> এক নায়িকা গেছেন ডাক্তারের কাছে………………
ডাক্তার: বাহ! আপনার ওজন তো দেখছি এক কেজি কমেছে!!!
 নায়িকা: হুম, কমারই তো কথা!
ডাক্তার: কেন??
নায়িকা: কারণ আজকে আমি মেক-আপ করিনি!!!

> বাবা ছেলেকে প্রশ্ন করলেন, তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও?
ছেলে:আমি সুন্দর, ভদ্র ও বুদ্ধিমতী মেয়ে বিয়ে করতে চাই।
বাবা: বুঝেছি! তুমি তিনটি বিয়ে করতে চাও। 

> বলতো মুকেশ মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি?
মুকেশ তখন উত্তর দিল।
ম্যাডাম ছেলেদের লজ্জা বেশি
ম্যাডাম তখন জিজ্ঞাসা করলেন- কেন ছেলেদের লজ্জা বেশি হল কেন?
ম্যাডাম তখন উত্তর দিল
ম্যাডাম সিনেমার সব নায়িকাদের  দেখি  হাফ প্যান্ট পরে থাকে, কিন্তু নায়কদেরকে দেখি সবাই ফুলপ্যান্ট পরে থাকে।

> শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝচ্ছিলেন। 
অনেকবার বোঝানোর পর শিক্ষক বললেন, 
ছোটন বলতো  আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছোটন: স্যার আকাশে তো  খাওয়ার কেউ নেই, তাই!

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement