Advertisement

Husband-Wife Jokes: 'তুমি কি আমাকে কুকুর বললে?', স্বামীর প্রশ্নে জবরদস্ত উত্তর স্ত্রীর; পড়লেই হাসবেন

Top Jokes: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মানসিক চাপের কারণে আজকাল সবাই কোনো না কোনো রোগে ভুগছে। এমন অবস্থায় হাসতে থাকা ওষুধের মতো কাজ করে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 3:29 PM IST

Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন  তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...

 > একজন লোক কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন,
তার স্ত্রী তাকে এক গ্লাস জল দিলেন,
তখনই ছেলে বাবার কাছে মার্কশিট নিয়ে পৌঁছে গেল
বিজ্ঞান-৩৯, ইংরেজি-৪৬, অঙ্ক... 
আর কিছু পড়ার আগেই লোকটি বলল- এই মার্কস এসেছে, গাধা তোমার লজ্জা করে না?
তুই অপদার্থ
বউ- আরে শোন...
লোকটি- তুমি চুপচাপ বসে থাক
তোমার আদর-ভালবাসা এই অযোগ্যটাকে নষ্ট করে দিয়েছে,
ওরে তোর বাবা সারাদিন পরিশ্রম করে আর তুই এই নম্বর পেয়েছিস... 
ছেলেটা ঘাড় নীচু করে চুপচাপ দাঁড়িয়ে ছিল.. 
বউ- আরে শোন তাহলে...
লোকটি- তুমি চুপ করো, একটা কথাও বলো না,
বউ এবার জোরে গলায়- আরে আগে শোন।
সকালে আলমিরা পরিষ্কার করতে গিয়ে দেখা গেল, এটা তোমার মার্কশিট...
তারপর ভয়ানক নীরবতা... 

 > এক বিয়েতে পুরোহিত  বরের হাতে কনের হাত তুলে দিলেন,
এক শিশু এটা দেখছিল, 
সে তার বাবাকে জিজ্ঞেস করল- বাবা, বর-কনেরা করমর্দন করছে কেন?
বাবা উত্তর দিলেন -  কুস্তিগীররা মাঠে নামার আগে অবশ্যই করমর্দন করে।

 > পুত্রবধূ- মা, সে এখনও বাড়িতে আসেনি, তার কি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক আছে?
শাশুড়ি- আরে, তুমি সব সময় ভুল ভাবো, ট্রাকের নীচে এসে হয়তো  দুর্ঘটনা ঘটেছে...

Advertisement

 > স্বামী (রেগে) - তুমি কি আমাকে কুকুর বলেছিলে?
স্বামী (রেগে) - কেন তুমি আমায় কুকুর বললে?
স্ত্রী কোন উত্তর দিল না...
স্বামী আবার একই প্রশ্ন করল...
স্ত্রী- আমি তোমাকে কুকুর বলিনি কিন্তু প্লিজ এখন ঘেউ ঘেউ করা বন্ধ করো...

 > ডাক্তার- এখন আপনি মদ খান না, তাই না? 
পাপ্পু- হ্যাঁ, এখন পুরোপুরি ছেড়ে দিয়েছি। কেউ খুব বেশি অনুরোধ করলে খাই 
ডাক্তার- খুব ভালো। আর বলুন আপনার সঙ্গে ইনি  কে? 
পাপ্পু- আজ্ঞে, অনুরোধ করার জন্য আমি একজন লোক নিয়োগ করেছি।

 > কাজের মেয়ে- ম্যাডাম স্যার তাড়াতাড়ি আসুন,
আপনাদের বাচ্চা একটা মশা খেয়েছে...
মালকিন - আরে তাড়াতাড়ি ডাক্তার ডাকো,
কাজের মেয়ে - ম্যাডাম, চিন্তার কিছু নেই,
আমি বাচ্চাকে অল আউট দিয়েছি...

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement